ভারতের কাছে কার্যত দু'দিনে টেস্ট হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি বাংলাদেশ। বোঝা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্র♚থম টে🍎স্টের প্রথম দিনেই। নিজেদের ডেরায় প্রোটিয়াদের কাছে প্রথম ইনিংসে ল্যাজেগোবরে হল শাকিবহীন বাংলাদেশ।
মীরপুরের প্রথম টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় বাংলাদেশকে। টস জিতে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে তাঁর সিদ্ধান্ত কতটা যথাযথ, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা প্রথম দিনের লাঞ্চেই ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে🔯 পড়ে বাংলাদেশ। লাঞ্চের পরেই 𝐆তারা কোনও রকমে ১০০ টপকে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়।
বাংলাদেশ ৪০.১ ওভারে ১০৬ রান তুলে তাদের প্রথম ꦅইনিংস শেষ করে। ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৩০ রান করেন মাহমুদুল হাসান জয়। ৯৭ বলের ইনিংসে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১০ নম্বরে ব্যাট করতে নেনে 🐽তাইজুল ইসলাম ৩১ বলে ১৬ রান করে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। তিনি ২টি চার মারেন।
২৪ বলে ১৩ রান করেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩টি চার মারেন। ২০ বলে ১১ রান করেন মুশফিকুর রহিম। তিনি ২টি চার মারেন। খাতা খুলতে পারেননি শাদমান ইসলাম। মোমিনুল হক ৪, নাজমুল হোসেন শান্ত ৭,𝕴 লিটন ♈দাস ১, জাকের আলি ২, নইম হাসান ৮ ও হাসান মাহমুদ অপরাজিত ৪ রান করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ২২ রানে ৩টি উইকেট নেন উইয়ান মাল্ডার। ২৬ রানে ৩টি উ෴ইকেট দখল করেন কাগিসো রাবাদা। ৩৪ রানে ৩টি উইকেট নেন কেশব মহারাজ। ডেন পিয়েডট ১৯ রানে ১টি উইকেট পকেটে পোরেন।
পালটা ব্যাট করতে ন𒈔েমে দক্ষিণ আﷺফ্রিকা প্রথম দিনের চায়ের বিরতিতে ২ উইকেটের বিনিময়ে ৬৫ রান সংগ্রহ করে নেয়। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে বাংলাদেশের থেকে তখনও পর্যন্ত মোটে ৪১ রানে পিছিয়ে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা ব্যাট করেছে ১৬ ওভার।
এডেন মার্ক🔜রাম ৬ ও ত্রিস্তান স্টাবস ২৩ রান করে আউট হয়েছেন। টনি ডি'জর্জি ১৯ ও ডেভিড বেডিংহ্যাম ৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে তখনও পর্যন্ত ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। সুতরাং, এ𒆙মন পরিস্থিতি থেকে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার লিড নেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।