সেঞ্চুরিয়নে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যেই, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তবে মহাযুদ্ধে নামার আগে, 'বক্সিং ডে' উপলক্ষে, টিম ইন্ডিয়াকে দুর্দান্𓆉ত উপহার দিলেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। বল হাতে নিজের জীবনে তোলা পাঁচটি উইকেটের ঝলক। বল হাতে নিয়েই (নেটে বোলিং করে), দেখালেন দলের ক্রিকেটারদের। এমন একটি বিশেষ দিনে ✤বিশেষ উপহার পেয়ে, তাও আবার হেড কোচের থেকে। যা দেখে রীতিমতো মুগ্ধ দলের ক্রিকেটাররা। অনেকেই আশা করতে পারেননি যে আজকের দিনে এমন একটি দৃশ্যের সাক্ষী হবে তারা। এমনকী তাঁর একসময় সতীর্থ সঞ্জয় বাঙ্গারও রীতিমতো চমকে যান এই ভিডিয়ো দেখে। এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন যে তিনি জীবনে রাহুল দ্রাবিড়কে এরম কিছু করতে দেখেননি।
টিম ইন্ডিয়া সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে। যদিও এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। তবে শেষ মুহূর্তে প্রস্তুতির আগে এদিন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় দলের ক্রিকেটার দিলেন 'বক্সিং ডে' উপলক্ষে এক মন ছুঁয়ে নে♑ওয়ার মতো উপহার। বড় ম্যাচের আগে সকলকে মানসিকভাবে চাঙ্গা করতে তিনি ন꧃িজের হাতে তুলে দিলেন বল এবং করলেন বোলিং প্র্যাকটিস। এই কীর্তি চমকে দিয়েছে সঞ্জয় বাঙ্গারকেও। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি মুখও খুলেছেন।
তিনি বলেন, 'আমরা ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড়কে যেভাবে চিনি, আজ সম্পূর্ণ সে অন্যরকম বেরিয়েছে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন ওকে যা বলা হত তাই করতো। যেটা ওর দায়িত্ব ছিল ও সেটাই পালন করতো নিখুঁতভাবে। তাই এরকম একটা সারপ্রাইজ উপহার ও আমাদের সকলকে দেবে, এটা সত্যিই আমরা ভাবতে পারিনি। তবে এতে আমি ভুল কিছু দেখিনা। ও কোচ হয়ে নতুনত্ব কিছু করে দেখিয়েছে। একদিকে এতে দলের মনোবল চাঙ্গা হয়েছে। আর এ✨মনিতে ও ঠিকই আছে নিজের দিক থেকে।'
উল্লেখ্য, সিরিজ শুরু হওয়ার আগে রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয🎃়েছেন প্রসিধ কৃষ্ণার অভিষেকের। পাশাপাশি আগাম অভিনন্দন দিয়েছেন তাঁকে। এক সাক্ষাৎকারে তিনি জা🐻নিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার মাঠে জিততে হলে ঠিক জায়গায় বোলিং করার পাশাপাশি মনোযোগ দিয়ে ব্যাটিং করাও জরুরি।