আজ পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তার আগে এক ভারতীয় স্পিন তারকাকে নিজের কোচ বলে স্বীকৃতি দিয়েছেন অজি ক্রিকটার নাথান লিয়ন। সেই তারকা স্পিনার আর কেউ নন, তিনি রবিচন্দ্রন অশ্বিন। এক সাংবাদিক সাক্ষাৎকারে লিয়ন বলেছেন অশ্বিনের থেকে তিনি অনেককিছুই শিখেছেন এবং ভারতীয় স্পিন তারকা তাঁর কাছে একরকম কোচেরই মতো। তাঁদের ক্রিকেট জীবন শেষ হলে তাঁরা একসাথে বসে কোথাও বিয়ার পান করতে করতে নিজেদের ক্রিকেট জীবনের গল্প আলোচনা করবেন। এ😼মনকী নিজের এক্স হ্যান্ডেল থেকে অশ্বিনকে নিয়ে একটি টুইটও করেন লিয়ন। এর পরিপ্রেক্ষিতে অশ্বিনও একটি মন ছুয়ে নেওয়ার মতো পোস্ট করেন।
বিশ্বকাপের পর আজ, অর্থাৎ ১৪ই ডিসেম্বর, প্রথম হোম সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তার জন্য কয়েকদিন আগে থেকেই নেটে লম্বা সময় কাটাতে দেখা যায় অজি ক্রিকেটারদের। এই ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোম𝔉ুখি হন অজি স্পিনার নাথান লিয়ন। এই সিরিজে সুযোগ রয়েছে তাঁর ৫০০ উইকেট তোলার। এই সম্পর্কে প্রশ্ন করায় তিনি তোলেন টিম ইন্ডিয়ার দাপুটে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের প্রসঙ্গ এবং দাবি করেন অশ্বিন তাঁর কাছে কোচের চেয়ে কোন অংশে কম নয় এবং ভবিষ্যতে নিজেদের ক্রিকেটিং জীবনের শেষে তাঁরা একসাথে বসে কোথাও পুরনো স্মৃতি নিয়ে আলোচনা করবেন।
এই ৫০০ উইকেট সম্পর্কে লিয়ন করেন একটি টুইটও। তাতে ভারতীয় স্পিন তারকা পোস্ট শেয়ার করে বলেন, 'আমিও তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। সিডনিতে তুমি তোমার পছন্দের জায়গা বেছে নেবে এবং চেন্নাইতে🉐 আমি তোমাকে নিয়ে যাব 'ওএসবি'তে মুথু আর চাট দিয়ে সুপ খাওয়াতে। এই সিরিজ মন দিয়ে খেলো এবং দ্রুতই তোমার সঙ্গে দেখা হবে।'
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছেন নাথান লিয়ন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই দৌড়ে রয়েছেন ৫০০ উইকেট নেওয়ার। তবে দেখার বিষয় কে নিতে চলেছে আগে। অশ্বিন না লিয়ন? তবে সুযোগ বেশি রয়েছে লিওনের আগে পৌঁছানোর কারণ এই মুহূরﷺ্তে তার মোট উইকেটের সংখ্যা ৪৯৬ এবং অন্যদিকে অশ্বিন রয়েছেন ৪৮৯তে। তবে এই বিষয়ে সময় বলবে শেষ𝄹 কথা। সব উত্তর পাওয়া যাবে আর কয়েকদিনের মধ্যেই।