নিউজিল্যান্ড স🍷িরিজে আরও একটা ট্যাকটিকাল ভুল করলেন অধিনায়ক রোহিত শর্মা? তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজাকে প্রথমে যে এন্ড দিয়ে বোলিং করাচ্ছিলেন রোহিত, তাতে সেটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ ওয়াংখেড়ের যে এন্ড থেকে বোলিং করে প্রথম ইনিংসে উইকেট পান জাদেজা, আজাজ প্যাটেল পাঁচটি উইকেট নেন, সেখান থেকে ভাဣরতীয় তারকাকে প্রথমে বলই দেননি রোহিত। রবিচন্দ্রন অশ্বিনও ওই এন্ড থেকে জাদেজাকে বল করানোর পরামর্শ দিয়েছিলেন। তবে প্রাথমিকভাবে তা শোনেননি ভারতীয় অধিনায়ক। পরে রোহিতকে অনুরোধ করে ওই এন্ড থেকে বল পান জাদেজা। আর তাতেই মেলে সাফল্য। উইকেট তুলে দেন রোহিতকে।
সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ১২.৩ ওভারে চারটি উইকেট নিয়েছဣেন জাদেজা। কিন্তু তাঁকে অনেকটা পরে বল করতে নিয়ে আসেন রোহিত। নবম ওভারটা দেন। তারপর সেই ২১ তম ওভারে জাদেজাকে আনেন। কিন্তু ওয়াংখেড়ের যে এন্ড থেকে বোলিং জাদেজা বা নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্রথম ইনিংসে স🗹াফল্য পান, সেদিক থেকে তাঁকে বল দেননি। শেষপর্যন্ত নিজের পঞ্চম ওভারে পছন্দের এন্ড পান জাদেজা।
মনপসন্দ এন্ড পেয়েই উইকেট তোলেন জাদেজা
আর নিজের পছন্দের এন্ড পেয়ে জাদেজা প্রথম ওভারেই ডারিল মিচেলকে আউট করে দেন। যিনি প্রথম ইন🦩িংসে কিউয়িদের হয়ে সর্বোচ্চ রান করেন। দ্বিতীয় ইনিংসে ভালো ছন্দে ছিলেন। আর উইল ইয়ংয়ের সঙ্গ♑ে জুটি গড়ে ভারতকে ক্রমশ ম্যাচ থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। যদিও তাঁর উইকেটের ক্ষেত্রে অশ্বিনের কৃতিত্ব প্রাপ্য। অনেকটা দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন অশ্বিন।
ট্রেডমার্ক জাদেজার উইকেট
নিজের পরের ওভারেই টম ব্লান্ডেলকে আউট করে দেন জাদেজা। তারপꦗর ইশ সোধি এবং দ্বিতীয় দিনের শেষ বলে ম্যাট হেনরিকে আউট করেন। হেনরিকে যে বলটা আউট করেন, সেটা তো বাঁধিয়ে রাখার মতো ছিল। ফুল বল করেন। বলটা এমন জায়গায় করেন জাদেজা যে হেনরিকে খেলতেই হত। হেনরিকে টেনে আনে বলটা। একদম নিখুঁত সময়ে বলটা ঘুরে যায়। আর হেনরির ব্যাটের কাণা পেরিয়ে অফস্টাম্পে আছড়ে পড়ে। একেবারে ট্রেডমার্ক জাদেজার বল ছিল ওটা।
আরও পড়ুন: Abhis♏hek Porel: ভোররাতে উঠে ভারী ব্যাগ নিয়ে বেরোতাম…IPL-এ রিটেন হয়ে অতীত হাতড়ালেন অভিষেক পোড়েল
ম্যাচে এখনই ৯ উইকেট
ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে ২২ ওভারে ৬৫ রান দিয়ে পাঁচ উইকেট দেন জাদেজা। আর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে চার উইকেট নিয়ে ফে♛লেছেন। রবিবার সকালে নিউজিল্যান্ডের শেষ ব্যাটারকে আউট করে নিজের উইকেট সংখ্যা ১০ করে নেওয়ার সুযোগ আছে জাদেজার সামনে।