আর একদিন বাকি, তারপরই জানা যাবে আইপিএলের কোন দল, তাঁদের কোন কোন ক্রিকেটারদের রিটেন করেছে। চলতি মাসের শেষের মধ্যেই আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে, তাঁদের দলের রিটেন♓ হওয়া ক্রিকেটারদের নাম। আগামী মাসেই শেষের দিকে আইপিএলের মেগা অকশন হতে চলেছে। হাতে থাকা তিন সপ্তাহ সময়ের মধ্যেই ফের ঘুঁটি সাজিয়ে নেবে দলগুলো❀ নিজেদের পছন্দের খেলোয়াড়দের জালে তুলতে।
আরও পড়ুন-যখন কেউ ছিল না গম্ভীরই ছিলেন! ভারতীয় নন, এই বিদඣেশিকে আইডল মানেন নাইটদের রমনদীপ!
সম্প্রতি সংবাদমাধ্যমে বেশ কিছু রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে শোনা🌊 যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু দলেꦿর অধিনায়ক পদে ২০২৫ আইপিএলে ফিরতে চেয়েছেন বিরাট কোহলি। এদিকে দীনেশ কার্ত্তিক অবসর নেওয়ায় দলে একজন উইকেটরক্ষক ব্যাটার প্রয়োজন। সেই জন্য ভারতীয় দলের এক কিপার ব্যাটারের জন্য অলআউট ঝাাঁপাবে তারা।
আরও পড়ুন-জিম্বাবোয়ে 💙নিয়ে যেতে চেয়েছিলেন বাবরকে! মানেনি PCB… অভিমানেই পদত্যাগ কার্স্টেনের!
ভারতীয় ক্রিকেটারদের নিয়েও এবার লড়াই জমবে-
বর্তমানে ভারতীয় ক্রিকেটে আইপিএল যতটা জৌলুশের ঠাসা হ𒆙য়, আইপিএলের নিলামও হয় ততটাই আকর্ষণীয়। গত বারই দেখা গেছিল, এক অস্ট্রেলিয়ান আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরেক অস্ট্রেলিয় তাঁকে টপকে গিয়ে ইতিহাস গড়লেন। এবার অবশ্য ভারতের জাতীয় দলের একাধিক ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা আছে, ফলে নিলামে বিস্তর দড়ি টানাটানির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন-পাকিস্তানের মুখের গ্রাস♎ ছিনিয়ে অজিদের জিতিয়েছিলেন T20 বিশ্বকাপ! অবসর সেই অজꦅি তারকার…
আরসিবির ভিডিয়োতে বড় ইঙ্গিত-
ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংসের মতো দলগুলো নিজেদের উইকেটরক্ষক হিসেবে বেশ কয়েকজন ক্রিকেটারকে টার্গেট করেছে। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একপ্রকার 🍒ঠিকই করে নিয়েছেন তাঁরা অলআউট ঝাঁপাবেন নিজেদের রাজ্যের ক্রিকেটার লোকেশ রাহুলকে পেতে। সেই মতো তাঁরা একটি ভিডিয়ো পোস্ট করে ইঙ্গিতও দিলেন। যেখানে আরসিবি প্লেয়ারদের সঙ্গে কেবলমাত্র রাহুল♏ের ছবিই দেখা গেল।
আরসিবিতে কেন প্রয়োজন রাহুলকে?
আসলে লোকেশ রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্ট কর্তাদের মনমালিন্যের জেরে তিনি দল ছাড়তে চলেছেন তা জানা কথা। এই আবহেই তাঁকে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আরসিবির তাঁকে প্রয়োজন রয়েছে আরও একটা কারণে। ফ্যাফ 𓆏দুপ্লেসিসকে তাঁরা এবারে ছেড়ে দিচ্ছে। ফলে বিꦇরাট কোহলির সঙ্গে ওপেনার হিসেবে একজন ক্লাচ ব্যাটার প্রয়োজন তাঁদের। সেক্ষেত্রে লোকেশ রাহুলের থেকে ভালো বিকল্প হতেই পারে না। কারণ গত তিন চার বছরে, ধারাবাহিকভাবেই টপ অর্ডারে আইপিএলে রান করেছেন লোকেশ রাহুল।
রয়্যাল চ্যালেঞ্জার্সের বার্তা-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুജরুর তরফে দেওয়া একটি ভিডিয়োতে রিটেনশন নিয়ে কোচিং স্টাফদের বক্তব্য পেশ করা হচ্ছিল। সেই ভিডিয়োতেই দেখা যায়, দীনেশ কার্ত্তিকের সঙ্গেই দাঁড়িয়ে কথা বলছেন এলএসজির স্কিপার লোকেশ রাহুল। যা দেখে আরসিবির সমর্থকদের বুঝতে কিঞ্চিত বিলম্ব হয়নি, তাঁরা এই ভিডিয়োর মাধ্যমে ঠিক কি বার্তা দিতে চেয়েছেন।
আরসিবির সম্ভাব্য চার রিটেনশন-
প্রসঙ্ܫগত আরও একটা রিপোর✱্ট কদিন আগে প্রকাশ্যে এসেছিল, যেখানে শোনা গেছিল ঋষভ পন্ত নাকি দলের ভিতর রাজনীতির করেন বলে তাঁকে বিরাট কোহলি আরসিবিতে নিতে চাননা। সেক্ষেত্রে উইকেটরক্ষক এবং টপ অর্ডার ব্যাটার হিসেবে কেএল রাহুলই বিরাটের দলের প্রথম পছন্দ হতে চলেছেন। এদিকে বিরাট কোহলি, উইল জ্যাকস, মহম্মদ সিরাজ এবং আনক্যাপড প্লেয়ার হিসেবে যশ দয়ালকে রিটেন করতে পারে আরিসিবি।