ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে আসার পর, রোহিত শর্মা বেশির ভাগ লক্ষ্যেই সফল হয়েছেন। কিন্তু তার নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্নই থেকে যাচ্ছে? আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শূন্যꦆতেই রানআউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন।
জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের শেষ সিরিজের জন্য রোহিত এবং বিরাট কোহলিকে দলে ফেরানো হয়েছে। তাঁরা ২০২২ টি-টোয়েন্🅘টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর প্রথম বারের মতো ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছেন। যদিও কোহলি ব্যক্তিগত কারণে বৃহস্পতিবারে🅺র ম্যাচে অনুপলব্ধ ছিলেন, তবে রোহিত খেলেন। এবং মোহালিতে সকলের সমস্ত মনোযোগ ছিল রোহিতের দিকেই।
ডান কুঁচকিতে ব্যথা থাকায় ♎যশস্বী জয়সওয়াল প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি। যে কারণে রোহিতের সঙ্গে শুভমন গিল ওপেন করেছিলেন। তবে মোহালিতে টস জিতে রোহিত প্রথমেই কেল্লাফতে করে ফেলেন। ২০২২ সালের শুরু থেকে মোহালিতে ৪০টি টি-টোয়েন্টির মধ্যে ২৬টি জিতে রান তাড়া করা দল। এবং দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে রোহিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বার ভাবেননি। এবং ভারতের টসে হারার ধারাও সেই সঙ্গে শেষ হয়। যে কোনও ফর্ম্যাট মিলিয়েই ভারত টানা ১১টি ম্যাচ এর আগে টসে হেরেছিল।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেটে খেলার দ্রাবিড়ের পরামর্শে কর্ণপাত না করে, ধ𝐆্যানে মগ্ন ইশান-ভিডিয়ো
টসের সময়েই রোহিত বলেন, ‘এই তিনটি ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে। আমাদের বিশ্বকাপের আগেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ খুব বেশি টি-টোয়েন্টি ক্রিকেট নেই। আমরা আইপিএল পাব। কিন্তু একটি আন্তর্জাতিক খেলা, সব সময়ে সেই মানেরই হয়।’
সঙ্গে তিনি যোগ করেছিলেন, ‘আমি গত এক বছর (আন🅺্তর্জাতিক টি-টোয়েন্টি) দলের অংশ ছিলাম না, তাই আমি রাহু🍬ল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। আমরা কী করতে চলেছি, আমরা কোন খেলোয়াড়দের দেখছি এবং কোন পজিশনের জন্য। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। একটি দল হিসেবে আমাদের কী করা দরকার, সেটা বোঝা প্রয়োজনীয় সবার আগে। আমরা এর জন্য সম্ভাব্য সব কিছু করার অপেক্ষায় রয়েছি এবং মনে রাখতে চাই যে, জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: ব্যাট হাত🌞ে নেটে কসরত ⭕করার ভিডিয়ো শেয়ার করলেন সূর্য, তবে খুশির খবর কি এত সহজে মিলবে?- ভিডিয়ো
ভারত ম🅘াত্র দু'জন ফ্রন্টলাইন সিমার- আর্শদীপ সিং এবং মুকেশ কুমারকে নিয়ে খেলেছেন। সেই সঙ্গে তিন জন স্পিনার- অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই এবং ওয়াশিংটন সুন্দরকে দলে রেখেছিল। অলরাউন্ডার শিবম দুবে তাদের ষষ্ঠ বোলিং বিকল্প ছিল। রোহিত অবশ্য এই সিরিজে বোলিং নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে চান। সেটা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আফগানিস্তানের ইনিংসের শেষের দিকে যখন মুকেশ কুমার নো-বꦺল করেন, এক ওভারে দ্বিতীয় বাউন্সার ছিল, তখন রোহিত বোলারের মাথার পিছনে চড় মেরেছিলেন। ১৯তম ওভারে আবার ওয়াশিংটনকে বল করতে নিয়ে আসেন রোহিত।
তিনি বলেওছেন, ‘আমরা ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে বোলারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে চাই। যেমন আপনারা দেখলেন, ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) ১৯তম ওভারে বল করেছে। আমরা চাইছি, বোলাররা যেখানে বলꦉ করতে সেভাবে অভ্যস্ত নয়, সেই জায়গাটাই চ্যালেঞ্জ হিসেবে নিক।’