আর কদিন পরই শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত🥂ীয় দল গতবারের রানার্স আপ, পাকিস্তান হয়েছিল চ্যাম্পিয়ন। শেষ দুই সিমিত ওভারের ফরম্যাটের ফাইনালেই টিম ইন্ডিয়া পৌঁছেছে। টি২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত আর ওড🅘িআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মারা। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দুই ফাইনালিস্ট বেছে নিলেন বিশ্বকাপজয়ী তারকারা।
রিকির ফেভারিট ভারত-অস্ট্রেলিয়া
রিকি পন্টিং বলছেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারতকে ছাড়া আইসিসির এই ইভেন্টের ফাইনালে অন্য কাউকে বেছে নেওয়া কঠিন। কারণ দুই দলেই যে পরিমাণ প্রতিভারা খেলছে, সেই সংখ্যাটা অনেক। আর যদি সাম্প্রতিককালের আইসিসি ইভেন্ট দেখা হয়, তাহলে ভারত এবং অস্ট্রেলিয়া সেখানে ধারাবাহিকভাবেই জায়গা করে নিয়েছ💎ে ’।
শাস্ত্রী সেমিতে দেখছেন ইংল্যান্ড-দঃ আফ্রিকাকে
ভারতীয় দলের আরেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবি শাস্ত্রী ভারত, অস্ট্রেলিয়ার সঙ্গেই ইংল্যান্ড এবং দঃ আফ্রিকাকেও বেছে নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট হিসেবে। তবে তিনিও আশাবাদী ভারত এবং অস্ট্রেলিয়াই শেষ পর্যন্ত প্রতিযোগিতার ফাইনালে খেলবে। তাঁর মতে, দুই দলই এখন যে ফর্মে রয়েছে তাতে অন্য দলের পক্ষে কঠিনই হবে ভারত এবং অস্ট্রেল👍িয়াকে টেক্কা দেওয়া।
২বার চ্যাম্পিয়ন ভারত-অস্ট্রেলিয়া
ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই দুবার করে এই প্রতিযোগিতা জিতেছে। ২০০২ এবং ২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে আর অস্ট্রেলিয়া ২০০৬ এবং ২০০৯ সালে জিতেছে। রিকি পন্টিং মনে করছেন, ‘ভারত আর অস্ট্রেলিয়া বাদ দিলে পাকিস্তান﷽ও বর্তমানে ভালো ক্রিকেট🌼 খেলছে। সাম্প্রতিক অতীতে তাঁদের ওডিআই পারফরমেন্স দুর্দান্ত। এই প্রতিযোগিতায় আর অপ্রত্যাশিত শক্তি হিসেবে ওরা খেলতে আসছে না। বরং অনেক সঙ্ঘবদ্ধভাবেই খেলবে ’।
পাকিস্তানকে ডার্ক হর্স বাছলেন
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দল ভালোই ছন্দে রয়েছে। অস্ট্রেলিয়া এবং দঃ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে গিয়েই গত বছর ওডিআই সিরিজ জিতে এসেছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। দেশের মাটিতে কাপ ডিফেন্ড করার সুযোগ থাকায় ক্রিকেটাররাও বাড়তি উদ্বুদ্ধ হয়েই মাঠে নামতে চলেছে। ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাকিস𒆙্তান। মার্চের ৯ তারিখ রয়েছে ফাইনাল।