কানপুরে দ্বিꦅতীয় টেস্ট শুরুর আগেই হঠাৎ ভারতীয় ক্রিকেট দলে ভাঙন? বিরাট কোহলির সঙ্গে ঋষভ পন্তের সম্পর্ক নিয়ে শুরু হল জল্পনা। যা নিয়ে সোশাল মিডিয়ায় সাংবাদিককে একহাত নিলেন খোদ জাতীয় দলের ক্রিকেটার। আইপিএলের দলে ঋষভ পন্তের আসা নিয়ে এক খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বিতর্ক ডানা বাঁধে। আর সেই খবরের পরিপ্রেক্ষিতেই এবার সরাসরি সাংবাদিকের সঙ্গে সংঘাতে জড়ালেন ঋষভ।
আরও পড়ুন-‘ওর দ্বারা সম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে 𝕴‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্য🅷াড হগের…
সম্প্রতি রাজিব নামে এক সাংবাদিক তথা টুইটার অ্যাকাউন্ট হোল্ডার একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে আরসিবিতে অধিনায়কত্বের পদ খালি হতে পারে আগামি আইপিএলে। সেই জন্যই নাকি তাঁদের কর্তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনা চালিয়েছেন দিল্লির ক্রিকেটার ঋষ🙈ভ পন্ত, কিন্তু আরসিবির পক্ষ থেকে নাকি কোনও সাড়া দেওয়া হয়নি তাঁর🅘 আবেদনে।
ঠিক কি অভিযোগ পন্তের বিরুদ্ধে?
সেই এক্স হ্যান্ডেলে দাবি করা হয়, ফ্যাফ দুপ্লেসির পরিবর্ত হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ম্যানেজারকে দিয়ে কথা বলান ঋষভ পন্ত। তিনি দিল্লি ক্যাপিটালস দল ছাড়তে আগ্র🎃হী। তবে বিরাট কোহলি তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নিতে চাননি, কারণ ভারতীয় দলে এবং দিল্লি ক্যাপিটালস দলেও নাকি রাজনীতি করে বেড়ান ঋষভ পন্ত। সেই কারণে আরসিবিও নাকি তাঁর সেই আবেদন পত্রপাত বাতিল করে দেয়।
আরও পড়ুন- ব্যাটে রান নেই! হয়েছে খুনের🐟 মামলা! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবক♋ে…
অভিষোগের পাল্টা পন্ত কি বললেন?
এই পোস্টেরই পাল্টা দিয়েছেন ঋষভ পন্ত। তিনি লিখেছেন, ‘ভুল খবর। আরে ভাই তোমরা কেন সোশাল মিডিয়ায় এত আজে বাজে খবর ছড়িয়ে বেড়াও। অকারণ🉐ে এমন অবিশ্বাসের আবহ তৈরি কর না, একটু বুঝদার হও। আমি জানি এটা শেষবার হবে না, আগামী দিনেও এমন ভুঁয়ো খবর ছড়াবে, তবে আমার মনে হল এই নিয়ে কথা বলা উচিত, তাই বলতে বাধ্য হলাম। নিজেদের সোর্সের কথা আরেকবার চেক করে নাও, দিনে দিনে এটা মারাত্মক খারাপ আকার ধারণ করছে। এটা শুধু তোমার ক্ষেত্রে একা নয়, আরও অনেকেই এমন ভুল খবর ছড়িয়ে চলেছে। ’।
আরও পড়ুন-ভিডিয়ো- কানপুর যাওয়ার পথে অশ্বিনের লেগ পু🦹লিং! জাদেজা-বুমরাহ বললেন ‘Thala for a reason’
প্রসঙ্গত দি𓃲ল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে দুর্ঘটনার দেড় বছর পর প্রায় প্রত্যাবর্তন করেই ৪০০-র মতো রান করেছিলেন পন্থ। দল তেমন নজরকাড়া কিছু করতে না পারলেও পন্তের ব্যাটিং এবং ফিল্ডিং ছিল ঠিকঠাক। টি২০ বিশ্বকাপও জেতেন। সম্প্রতি শতরানও করেন টেস্টে। ফলে আইপিএলের নিলামে তিনি উঠলে যে বড় দর পাবেন না বলাই বাহুল্য। তবে 𝓰তাঁর আগেই তাঁকে নিয়ে জড়ালো নতুন বিতর্ক।