🔯 IPL 2025 এ LSG vs KKR -র ম্যাচে ঋষভ পন্ত ফিরিয়ে আনলেন ২০২৪ টি২০ বিশ্বকাপ ফাইনালের সেই স্মৃতি। ম্যাচে পন্ত ব্যাটিং করতে আসেননি, আসলে খারাপ ছন্দে থাকায় তিনি রিস্ক নিতে চাননি নাইটদের বিরুদ্ধে। নিকোলাস পুরান ভালো মতোই তাঁদের ইনিংস ফিনিশ করেন। এরপর অধিনায়ক হিসেবে পন্তের মাস্টারস্ট্রোক কিন্তু ভালোই কাজে লাগল।
ꩲঋষভ পন্ত এদিন উইকেটের পিছনে বেশ ভালোভাবেই দায়িত্ব সামলালেন। প্রথমত তিনি আকাশদীপের বোলিংয়ের সময় কেকেআরের ইনিংসের তৃতীয় ওভারেই নিজেদের দ্বিতীয় ডিআরএস নিয়েছিলেন। সেই সাহসী সিদ্ধান্তেই কিন্তু কেকেআরের প্রথম উইকেটের পতন হয়েছিল, সাজঘরে ফিরেছিলেন ওপেনার কুইন্টন ডি কক।
🌠CSK-র হয়ে বোলিং করছেন নীরজ চোপড়া? ভাইরাল ছবি নিয়ে তুুমুল হাসাহাসি নেটপাড়ার
🐭এবার ফিল্ডিংয়ের সময়ও পন্ত ফিরিয়ে আনলেন তাঁর বুদ্ধিমত্তা। যখন কেকেআরের মাত্র দুটি উইকেটের পতনের পর নাইট ব্যাটাররা ভালোই পারফরমেন্স করছেন, তখনই পন্ত ফিরিয়ে আনেন তাঁর টি২০ বিশ্বকাপ ফাইনালের ট্যাকটিক্স। তিনি পায়ে চোটের কারণে শুয়ে পড়েন। আর তাতেই নাইট রাইডার্সের ব্য়াটিংয়ের যে মোমেন্টাম বা ছন্দ তা ধাক্কা খায়, আর এরপরই পরপর আইট হতে থাকে নাইট রাইডার্সের ব্যাটাররা।
💮১২ ওভার শেষে কেকেআরের রান ছিল ২ উইকেটে ১৪৯। তখন বেঙ্কটেশ আইয়ার এবং রাহানে ব্য়াটিং করছিলেন। সেই সময়ই পায়ে ব্যথা লাগার কারণ দেখিয়ে মাটিতে শুয়ে পড়েন পন্ত, এরপরই আসে ব্রেক থ্রু। ১৩তম ওভারেই শার্দুলের ওভারের শেষ বলে আউট হন নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে।
🃏পরের ওভারেই রবি বিষ্ণোইয়ের বলে আউট হন রমনদীপ সিং। ১৫তম ওভারে আবেশ খানের বোলিংয়ে আউট হন অংকৃষ রঘুবংশী। ১৬তম ওভারে আউট হন বেঙ্কটেশ আইয়ার। ১৭তম ওভারের শুরু আউট হন রাসেল। অর্থাৎ ওই ব্রেকটাই যেন এলএসজির বোলাররা কাজে লাগায়। শেষদিকে স্পিনারদের বোলিং করিয়েও ম্যাচ জিতে নিলেন পন্ত।
𝓀এর আগে টি২০ বিশ্বকাপ ফাইনালে দেখা গেছিল, যখন হেনরিখ ক্লাসেন দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন তখন পন্ত একটু প্লে অ্যাকটিং করে খেলা ছামিয়েছিলেন। তাতেই তাল কেটেছিল দঃ আফ্রিকার। এরপর হার্দিকের ওভারে ক্লাসেন আউট হয়ে যান, শেষ পর্যন্ত প্রোটিয়ারা হেরে যায় ও ভারত চ্যাম্পিয়ন হয়।
🧜সেই ঘটনার কথা এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকেও কয়েক মাস আগে উল্লেখ করতে শোনা গেছিল এক পডকাস্টে। অর্থাৎ পন্তের প্রশংসা করতে গিয়ে তিনি একথা বলেছিলেন। এদিন কর্ণধারের সামনেই এলএসজির অধিনায়ক আবারও সেই স্কিল দেখিয়েই নাইট রাইডার্সের বিরুদ্ধে দলকে খেলায় ফেরালেন। আর তাতেই ম্যাচ জিতে নিল এলএসজি। এবারের আইপিএলে ৫ ম্যাচে এটি তৃতীয় জয় লখনউয়ের।