গ্রুপ লিগের ৭ ম্যাচে টানা ৬টি হাফ-সেঞ্চুরি করেন রিয়ান পরাগ। বাংলার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালেও অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। বল হাতে উইকেটও দখল করেন প্রায় প্রতি ম্যাচে। অসমকে প্রি-কোয়ার্টারের বাধা অতিক্রম করানোর পরে রিয়ানের সেলিব্রেশনে চরম ঔদ্ধত্য ধরা পড়ে। প্রতিপক্ষের কোনও ক্রিকেটার তাঁর পর্যায়ের নন বলে কটাক্ষ করেন রিয়ান, যা⛦ নিয়ে বিতর্কও দেখা দেয়।
তবে গুরুত্বপূর্ণﷺ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে নিজের লেভেল বজায় রাখতে পারলেন না রিয়ান। কেরলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রিয়ান। বাকিদের দৌলতে অসম তবু কোয়ার্টারের বাধা টপকে যায়। তবে সেমিফাইনালের গণ্ডি টপকানো সম্ভব হয়নি অসমের পক্ষে। উল্লেখযোগ্য বিষয় হল, বরোদার বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাটে-বলে বিন্দুমাত্র অবদান রাখতে পারেননি রিয়ান। প্রশ্ন উঠতেই পারে যে, তবে কি ঔদ্ধত্য দেখানোই কাল হয়ে দাঁড়াল রিয়ানের।
মোহালিতে বরোদার বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অসম। তারা ২০ ওভারে ১৪৩ রানে অল-আউট হয়ে যায়। ওপেন করতে নেমে ঋষভ দাস দলের হয়ে সব থেকে বেশি ৪৮ রান করেন। রিয়ান প𒆙রাগ ১০ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। বরোদা🎃র অভিমন্যুসিং রাজপুত ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে বরোদা ১৬.১ ওভারে ৪ 🌳উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। নিনাদ ৪৪ ও জ্যোৎস্নিল ৩৭ রান করেন। ক্রুণাল ৮ রান করে আউট হন। রিয়ান ৩ ওভারে ৩২ ﷽রান খরচ করেও কোনও উইকেট পাননি।
দিল্লি বনাম পঞ্জাব ম্যাচের ফলাফল:-
মোহালিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফির অপর সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৩ রান ꦉতোলে। আয়ুষ বাদোনি ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। যশ ধুল ৭ রান করেন। পঞ্জাবের সিদ্ধার্থ কৌল ২৭ রানে ৩টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ১৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠে পঞ্জাব। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭৭ রান করেন অভিষেক শর্মা। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বল🌊ে ৬৩ রান করে অপরাজিত থাকেন মনদীপ সিং। ২টি করে উইকেট নেন দিল্লির মায়াঙ্ক যাদব ও সুয়াশ শর্মা।
আগামী সোমবার মোহালি🅠তে সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে নামবে বরোদা ও পঞ্জাব।