শুভব্রত মুখার্জি: ২০২৩ ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ফাইনালে পৌঁছেছিল। তারা ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার আইপিএল ফ্র্যাঞ্চাই⛄জি মুম্বই ইন্ডিয়ান্স (এম আই) দলের দীর্ঘদিনের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই পাঁচ বার আইপিএলের শিরোপা জিতেছে এম আই। তবে আসন্ন মরশুমে যে তিনি অধিনায়কত্ব ছাড়ছেন এবং মুম্বই দলের নয়া অধিনায়ক হ✤তে চলেছেন হার্দিক পান্ডিয়া, একথা নাকি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। আর ২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরুর ঠিক আগেই তা জানিয়ে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: T20I-তে চিত্তাকর্ষক পারফরম্যান্স, ODI-তে কি অভিষেক হবে রিঙ্কুর? সোজাসাপ্ট💃া জানিয়ে দিলেন কেএল রাহুল
প্রসঙ্গত আইপিএলের নিলামের আগেই গুজরাট টাইটান্স দল রিটেন করেছিল তাদের দুই মরশুমের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। তবে হার্দিককে এর পরেও ট্রেডিংয়ের মধ্যে দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স দল। পান্ডিয়া নাকি আগেই জানিয়েছিলেন যে, তাঁকে মুম্বই দলের অধিনায়কত্ব দেওয়া হলে, তবেই তিনি গুজরাট ছেড়ে মুম্বই দলে ফিরবেন। ওডিআই বিশ্বকাপের আগেই রোহিতকে গোটা বিষয়টি খুলে বলা হয়। মুম্বইয়ের ভবিষ্যত পরিকল্পনার কথ🧸া জানানো হয়। কী ভাবে সেখানে হার্দিককে প্রয়োজন, তাও বোঝানো হয় রোহিতকে। আর তার পরেই ভারত অধিনায়ক নাকি রাজি হন। হার্দিক পান্ডিয়াকে এর পর দলে নিতে অলআউট ঝাঁপায় এমআই।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে পন্ত ফিট হলেও, আদৌ﷽ IPL 2024-এর আগে ঋষভকে খেলতে দেবে তো BCCI?
রোহিত শর্মা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেন, হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবেন কি হবেন না, এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিক। দল যা সিদ্ধান্ত নেবে, তাই তিনি মেনে নেবেন বলে জানিয়ে দেন। উল্লেখ্য, ২০১৩ সালে এমআই-এর অধিনায়কত্ব 𓄧দেওয়া হয় রোহিত শর্মাকে। এর পর ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে রোহিতের অধিনায়কত্বে পাঁচটি শিরোপা জেতে এমআই।২০১৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে এমআই খারাপ শুরু করার পরে নেতৃত্বের ভার দেওয়া হয় রোহিতকে। তার পরেই দলের ভোল বদলে দিয়েছিলেন তিনি।