বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে এই বড় টুর্নামেন্টে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চাল𓄧াচ্ছেন রোহিতরা। সেই লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজ খেলতে চলেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধের সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে রয়েছে বিশেষ চমক। দলের জায়গা পেয়েছেন তারকা অভিজ্ঞ বোলার রবিচন্দ্রন অশ্বিন।
তাঁর এই দলে জায়গা পাওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি ঘটবে তাঁর। এই বিষয়ে অধিনায়ক রোহিত শর্মা জানান, অশ্বিনের অভিজ্ঞতা এই সিরিজে ভারতের কাজে লাগবে। তিনি অনেক দিন জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে খেলেননি ঠিকই কিন্তু সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়র লিগে অংশগ্রহণ করেছেন যা ▨অশ্বিনকে এই খেলার সঙ্গে যুক্ত রেখেছে।
বিশ্বকাপের জন্য ভারতীয় দল ১৫ জনেওর যে দল ঘোষণা করেছে সেখানে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। তবে অক্ষর প্যাটেলের চোট অভিজ্ঞ এই স্পিনারকে সেই সুযোগটা দিয়েছে বলে মনে করছেন অনেকে। গত ছয় বছর ধরে অশ্বিন একদিনের ক্রিকেটে সেই ভাবে খেলেননি। তবে ভারত অধিনায়ক রোহিত মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে অশ্বিন থাকায় তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলকে অনেক স🐻াহায্য করবে।
তিনি বলেন, 'অশ্বিনের মতো ক্রিকেটারদের কাছে ম্যাচের সময় কতটা সেটা খুব একটা উদ্বেগের বিষয় ন꧃য়। তাই আমরা ভেবেছি ও যদি আমাদের কাছে বিকল্প হয়ে ওঠে তাহলে ওকে নিতে হবে। ওর যা অভিজ্ঞতা রয়েছে সে ক্ষেত্রে শরীরের থেকে মাথাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আমি ভেবেছি ওকে একটা সুযোগ দিলে বোঝা যাবে ও কোন অবস্থায় আছে, শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয়ই বা কেমন।'
এখানে না থেমে তিনি আরও বলেন, 'অশ্বিন দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে রয়েছে এমনটা নয়। হ্যাঁ, এটা ঠিক যে একদিনের ফরম্যাটে ও অনেকদিন ধরে খেলেনি। তবে কিছু🍌দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছে এবং এমনকি আমি খুব ভুল না হলে তামিলনাড়ু ক্রিকেট প্রিমিয়র লিগেও অংশগ্রহণ করেছিল ও। আমি কোনও তুলনা টানছি না তবে ওখানে ও কিছু ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে আমরা এটা বুঝে নিতে পারব ওর অবস্থা এখন কেমন রয়েছে।'