প্রথম ইনিংসে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন যুবরাজ সিং। রাহুল তেওয়াটিয়া প্রথম ইনিংসে অর্ধশতরান করেন। নি꧒শান্ত সিন্ধু করেন শতরান। তা সত্ত্বেও বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির এলিট-এ গ্রুপের শেষ ম্যাচে হারের মুখ দে✅খতে হয় হরিয়ানাকে। অবশ্য দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা।
নাগপুরে𝔉 টস জিতে শুরুতে ব্যাট করতে না☂মে বিদর্ভ। তারা প্রথম ইনিংসে ৪২৩ রান তোলে। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন আদিত্য সারওয়াটে। তিনি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ বলে ৯৯ রান করেন। ধ্রুব শোরে ৭৮, যশ রাঠোর ৭১ ও অক্ষয় ওয়াদকর ৬২ রান করেন। উমেশ যাদব ২৫ রানের যোগদান রাখেন। হরিয়ানার সুমিত কুমার ৪টি ও আমন কুমার ৩টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে হরিয়ানা তাদের প্রথম ইনিংসে ৩৩৩ রান তোলে। ১৯টি চার ও ১টি ছক্কার সাহা🍷য্যে ১৬৪ বলে ১৩১ রান করেন নিশান্ত সিন্ধু। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে ৫৯ রান করেন রাহুল তেওয়াটিয়া। ৫টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৪৮ রান করেন যুবরাজ সিং। বিদর্ভের আদিত্য সারওয়াটে ও যশ ঠাকুর ৩টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন উমেশ যাদব।
প্রথম ইনিংসের নিরিখে ৯০ রানে এগিয়ে꧂ থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। অথর্ব টাইডে ৭৪ বলে ৪৯ রান করেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। ধ্রুব শোরে ৪৩, আদিত্য সারওয়াটে ৪২ ও অক্ষয় ওয়াদকর ৩৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেꦓন হরিয়ানার নিশান্ত সিন্ধু। ২টি উইকেট নেন জয়ন্ত যাদব।
জয়ের জন্য শেষ ইনিংসে হরিয়ানার সামনে 🐽লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৬ রানের। তবে তারা শেষ ইনিংসে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ১১৫ রানে ম্যাচ জেতে ব꧒িদর্ভ। অংশুল কাম্বোজ ২৫ বলে ৪৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২০ রান করেন রাহুল তেওয়াটিয়া। যুবরাজ সিং ১০ ও নিশান্ত সিন্ধু ২ রান করে আউট হন। বিদর্ভের অক্ষয় ওয়াখারে শেষ ইনিংসে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন উমেশ যাদব ও আদিত্য সারওয়াটে।
বিদর্ভ ৭ ম্যাচের ৫টিতে জয় তুলে নেয়। তারা ১টি ম্যাচ ড্র করে এবং ১টি ম্যাচে পরাজিত হয়। মোট ৩৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্♛পিয়ন হিসেবে রঞ্জির নক-আউটে প্রবেশ করে বিদর্ভ।