বর্তমানে গোটা ক্রিকেট বিশ্ব ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের প্রশংসা করেন। তাঁর ব্যাটিং ভক্তদের মধ্যে রয়েছেন রোহিতের সতীর্থ বিরাট কোহলি থেকে শুরু করে একাধিক আম্পায়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী বলেছেন যে রোহিত শর্মার বল সেন্💞স অসাধারণ। তিনি বলের উপর ছক্কা মারেন যা অন্যদের জন্য ইয়র্কার হয়ে থাকে। রোহিত শর্মাকে অলস দেখায় কিন্তু সে খেললে একেবারেই অন্য রকম হয়ে ওঠেন।
অধিনায়ক ও ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে বড় কথা জানিয়েছেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। অনিল চৌধুরী বলেছেন যে রোহিত শর্মার বিরুদ্ধে আম্পায়ারিং করা সহজ। এর পিছনের কারণও ব্যাখ্যা করেছেন আম্পায়ার চৌধুরী। তিনি রোহিত শর্মꦐার ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি তাঁকে ব্যাট করতে দেখে উপভোগ করেন। মনে হয় যেন কোনও গান বাজছে।
আরও পড়ুন… চাকরি থেকে সরালেই দিতে হবে ২ বছরের বেতন! মানোলো মার্কুয়েজ🐲ের সঙ্গে কেন এমন চুক্তি করল AIFF
তিনি আরও বলেন রোহিত শর্মা খুবই স্বাভাবিক এবং সে দ্রুত এগোয় না। পিছনে থাকেন এবং বলের জন্য অপেক্ষা করেন। তার অসাধারণ বল সেন্স আছে, সে খুব ভালো করে জানে কোন বলটা সামনে এগোতে হবে। তিনি বলেন, ‘আমি একটি ম্যাচে টিভি আম্পায়ার ছিলাম। যেখানে তিনি🌊 সম্ভবত ২০০ রান করেছিলেন। রোহিত শর্মা বলটিতে ছক্কা মারছিলেন যা অন্যদের জন্য ইয়ꦅর্কার ছিল। তার ক্লাস অন্য সকলের থেকে আলাদা।’
আরও পড়ুন… MS Dhoni on Virat Kohli: বয়সের একটা ফারাক.... কোহলির সঙ্গে সম্পর্ক𒀰 নিয়ে অকপট 𒉰ধোনি
অনিল চৌধুরী রোহিতের ব্যাটিং সম্পর্কে বলেছেন যে রোহিত একজন স্বাভাবিক ব্যাটসম্যান। তিনি ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার গতির একট♐ি বলকে ১২০💎 ঘণ্টায় কিলোমিটার গতির হিসাবে করে দেয়। রোহিতের পায়ের কাজটি খুব আশ্চর্যজনক। সে খুব দ্রুত এগিয়ে যায় না। সে পিছনে থাকে, অপেক্ষা করে। তিনি জানেন কোন বলটি এগিয়ে যাবে এবং কোন বলটি পিছনে যাবে।
আরও পড়ুন… বৃহৎ যৌনাঙ্গর জন্য নজর কেড়েছিলে𒐪ন অলিম্পিক্স 2024- এ, এবার পর্নোগ্রাফির অফার পেলেন পোল ভল্টার
শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথা বলার সময় আম্পায়ার অনিল চৌধুরী তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ভারতীয় অধিনায়ক সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘রোহিত শর্মার খেলা সম্পর্কে খুব ভালো বোঝাপড়া আছে। তার ব্যাটিং দেখে আপনি এটা বলতে পারবেন না। যখন তিনি ব্যাট করেন, তখন মনে হয় বোলাররা ১২০-এ বোলিং করছেন। যেখানে অন্য কেউ ব্যাট করলে বলটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আসছে বলে মনে হয়। এই জিনিসটা তার খুব ভালো বোঝাপড়া আছে। রোহিত শর্মা খুবই বুদ্ধিমান ক💃্রিকেটার।’