রোহিত শর্মা যেই ফ্র্যাঞ্চাইজিতেই যাননা কেন পরের বার, মুম্বইয়ের থেকে ভালো ব্যবহারই পাবেন তিনি, বলছেন এক সময়ের সতীর্থ আম্বাতি রায়াডু। চলতি আইপিএলে বারংবার বিতর্কে এসেছে রোহিত শর্মা – 𓆏হার্দিক পান্ডিয়া সম্পর্ক। ভারতের অধিনায়ককে কার্যত পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে বাধ্য করা হয়েছে এক প্রকার। যা নিয়ে রোহিত নিজে তো অখুশি বটেই, এমন কি তার স্ত্রীও এই নিয়ে সরব হয়েছে। এত বছরের সম্পর্ক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। অথচ তাঁকে এক প্রকার না জানিয়েই নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল, যা নিয়ে বেজওায় বিরক্ত ছিলেন রোহিত নিজেও। এরই মধ্যে সহ্যের বাঁধ ভাঙে প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়ার ব্যবহারে।
প্রথম ꩲম্যাচ থেকেই সমর্থকরা রোহিতের পাশে দাঁড়িয়েছেন। মুম্বইয়ের বহু ফ্যান চাইছেন আগামী বছর তাদের প্রিয় ক্রিকেটার ক্লাব ছেড়ে অন্যত্র চলে যান, যাতে তিনি নিজের প্রাপ্য সম্মান পান। ভারতকে বিশ্বকাপ ফাইনালে তোলা ক্রিকেটার কিনা ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব হারাচ্ছেন, বিষয়টি মেনে নিতে পারেননি সমর্থকরাও। আগামী মরশুমে মুম্বই ছাড়া এক প্রকার নিশ্চিত রোহিতের। এরই মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সও ভারতীয় দলের তার এক সময়ের সতীর্থ আম্বাতি রায়াডু বলছেন, এরপর তিনি যেই ফ্র্যাঞ্চাইজিতেই যান না কেন, অন্তত তাঁরা তাকে মুম্বইয়ের থেকে বেশি সম্মান দেবেন এবং কদর করবেন।
আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়ার’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নি♕র্বাচকের
উল্লেখ্য প্রথম ম্যাচ থেকেই হার্দিক পান্ডিয়া নিজের ক্ষমতা জাহির করছিলেন বলে দাবি করেছেন অনেকে। মুম্বইয়ের প্রথম ম্যাচেই রোহিতকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে দিয়েছিলেন ফিল্ডিং করতে। যা দেখে নিজেই তাজ্জব বনে যান ভারত অধিনায়ক। যদিও প্রকৃত টিম ম্যান𓆉ের মতোই চলে গেছিলেন ফিল্ডিং করতে। কিন্তু বিষয়টি ভালো চোখে নেয়নি সমর্থকরা। এরপর থেকেই শুরু হয় হার্দিককে বিদ্রুপ করা। টস হোক বা ফিল্ডিং, কিংবা ব্যাটিং, মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের কটুক্তির মুখে পড়েন নয়া অধিনায়ক। এমনকি রোহিতের নামে লেখা পোস্টার, ব্যানার নিয়ে মাঠে ঢোকার ক্ষেত্রেও বাধা দেওয়া হয় সমর্থকদের বলে অভিযোগ। চলতি মরশুমের শুরুতেই বিশাল অর্থ ব্যয় করে গুজরাট টাইটানস থেকে মুম্বইতে হার্দিককে এনেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। ফলে হার্দিককে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। কিন্তু রোহিতকে রাখতে গেলে আখেরে সমর্থকদের রোষের মুখেই পড়ছে ফ্র্যাঞ্চাইজি। অগত্যা রোহিত চাইলে তাকে পরের মরশুমেই ছেড়ে দিতে পারে তাঁর ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই লখনউ, কলকাতাসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহী বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জান𝓡িয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
ম্যাচ চল🧔াকালীন ধারাভাষ্য দিচ্ছেন রোহিতের এক সময়ের সতীর্থ আম্বাতি রায়াডু। সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে রায়াডু বলেন, ‘ওর নাম রোহিত শর্মা। যেই দলে ইচ্ছা যেতে পারে। আর যেই দলেই যোগ দিক না কেন, 🀅তাঁরা রোহিতকে অধিনায়কত্ব দিতে একবারও ভাববেন না। নতুন যেই ফ্র্যাঞ্চাইজিতেই যাক না কেন, এখানের থেকে বেশি কদর পাবে’।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চা🔯ইছেন লারা, স্যামসনকে দিয়ে ওপেন করানোর দাবি আম্বাতির
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। চলতি মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম তিন ম্যাচে হারের পর অবশেষে দিল্লির বিপক্ষে জিতেছে আইপিএলের অন্যতম সফল এই ജদল।