শীঘ্রই শুরু হবে ভারতবর্ষের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতিমধ্যেই সমস্ত অংশগ্রহণকারী দল নিজেদের🥃 প্রস্তুতি শুরু করে দিয়েছে। সকল ক্রিকেটারই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে অনুশীলনে নেমে পড়েছে। মনে করা হচ্ছে এবারে সকলেই আইসিসির বড় টুর্নামেন্টের জন্য জাতীয় দলের জায়গা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। সুতরাং, টুর্নামেন্ট যে হাড্ডাহাড্ডি হবে তা এখন থেকেই বেশ ভালো করে বোঝা যাচ্ছে।
তবে এরই মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) শিবির ঘিরে উঠে এলো একটি বিশেষ সংবাদ। কি সেই সংবাদ? দিল্লি ও পঞ্জাবের পর এবার দলের ౠনাম বদলের তালিকায় যুক্ত হল তারা। চলতি মাসের ১৯ তারিখেই আনুষ্ঠানিকভাবে নাম বদল করতে পারে তারা। মনে করা হচ্ছে যে নাম বদলালে যদি ভাগ্য বদলায় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফ থেকে।
দীর্ঘদিনের আইপিএল ইতিহাসে একবারও খেতাব তুলতে সফল হয়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।🎃 বহু ক্ষেত্রে জয়ের দোরগোড়ায় গিয়েও জয়ের স্বাদ পায়নি তারা। স্বাভাবিকভাবে এর জন্য বহুবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গোটা দল সহ তাদܫের সমর্থকদের। একবার নয়, দুবার নয়, তিনবার ফাইনালে গিয়েও ট্রফি নিজেদের ঝুলিতে তুলতে পারেনি তারা।
তবে আসন্ন আইপিএলে তারা আসতে পারে নতুন নামে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে তা নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে টিজার দেখে মনে করা হচ্ছে যে ১৯ তারিখেই তারা পাকাপাকিভাবে নতুন নাম ঘোষণা করে দিতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এমন সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতেই বহু ক্রিকেটপ্রেমী দাবি করছেন যে ভাগ্য🧸 বদলাবার জন্য নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। আবার অনেকে এটাও দাবি করছেন যে ♎নাম পাল্টালেও আসল বিচার হবে পারফরম্যান্সে। সবমিলিয়ে, এই মুহূর্তে সকলেই মুখিয়ে রয়েছে এই বিষয় নিয়ে।
আগমী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। যদিও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ৭ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। আরসিবি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তবে আরসিবির নাম বদল সাফল্য এনে দিতে🥀 পারে কিনা সেটাই দেখার বিষয়।