কোহলির ক্যাচ মিস করেছিলেন রিয়ান পরাগ, আর সেটাই তাদের ম্যাচ মিসের বড় কারণ হয়ে গেল। রবিবার (১৩ এপ্রিল) জয়পুরে এবার আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেও মুখ থুবড়ে পড়লেন সঞ্জু স্যামসনরা। নড়বড়ে ব্যাটিংয়ের পর, জঘন্য ফিল্ডিং এবং বোলিং- পিঙ্ক সিটিতে অন্ধকার ঘনিয়ে এল আরআর শিবিরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে তারা হারল ৯ উইকেটে।
🔯এদিন টস জিতে রজত পতিদার প্রথমে ব্যাট পাঠিয়েছিলেন রাজস্থানকে। প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়ালই যেটুকু রাজস্থানকে ভরসা জুগিয়েছিলেন, বাকিদের অবস্থা তথৈবচ। নির্দিষ্ট ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করে। সেই রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৯ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় আরসিবি।
আরও পড়ুন: 🌸পুরানের ছয়ে রক্তাক্ত দর্শক, যেতে হল হাসপাতালে, LSG-র জয়ের পর মাতলেন সেলিব্রেশনে
রাজস্থানের নড়বড়ে ব্যাটিং
𒆙প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের ব্যাটিং অত্যন্ত হতাশার ছিল। ২০২৫ আইপিএলে প্রথম ম্যাচ জয়পুরে খেলল রাজস্থান। আগের হোম ম্যাচগুলি গুয়াহাটিতে খেলেছিল রাজস্থান। এদিন ঘরের মাঠ পিঙ্ক সিটিতে ফেরার পর, সকলেই আশা করেছিলেন, হয়তো বড় জয় পাবে রাজস্থান। কিন্তু কোথায় কী। ওপেন করতে নেমে একমাত্র যশস্বী জয়সওয়ালই যেটুকু মান রাখলেন। বাকিদের অবস্থা তথৈবচ। ৪৭ বলে যশস্বী ৭৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ২টি ছক্কা।
🐼এর বাইরে রিয়ান পরাগ ২২ বলে ৩০ করেছেন। ২৩ বলে অপরাজিত ৩৫ করেন ধ্রুব জুরেল। অধিনায়ক সঞ্জু স্যামসনও এদিন হতাশ করেন। ১৯ বলে ১৫ করেন তিনি। বেঙ্গালুরুকে ১৭৪ রানের লক্ষ্য দেয় রাজস্থান।
সহজ জয় আরসিবি-র
♚ব্যাটের পাশাপাশি ফিল্ডিং এবং বোলিংয়েও তথৈবচ দশা রাজস্থানের। যার নিটফল, ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ফেলে আরসিবি। রান তাড়া করতে নেমে দুই ওপেনার কোহলি এবং ফিল সল্ট মিলেই আরসিবি-র ভিত গড়ে দেন। তবে দুই তারকাই জীবনদান পেয়েছেন। ব্যক্তিগত ৭ রানের মাথায় কোহলির ক্যাচ মিস করেন রিয়ান পরাগ। এবং সল্টের ৪০ রানের মাথায়, তাঁর ক্যাচ ফেলেন যশস্বী জয়সওয়াল। এমন কী এর পর সরাসরি রানআউট করার সুযোগও তখন মিস করেন যশস্বী।
༒এর পর দুই তারকা মিলে প্রথম উইকেটে ৯২ রান যোগ করে। সল্ট আউট হন ৩৩ বলে ৬৫ করে। শুরু থেকেই তিনি এদিন আগ্রাসী ব্যাটিং করেছেন। তিনি হাঁকান হাফ ডজন ছক্কা এবং ৫টি চার। শেষমেশ কোহলি অপরাজিত থাকেন ৪৫ বলে ৬২ করে। মারেন ২টি ছয়, চারটি চার। ১টি ছক্কা এবং পাঁচটি চারের সৌজন্যে ২৮ বলে অপরাজিত ৪০ করেন দেবদূত পাডিক্কাল।
🍰ঘরের মাঠে আরসিবি টানা হারলেও, অ্যাওয়ে ম্যাচে তারা সিংহবাহিনী। চিন্নাস্বামীর বাইরে বেরিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে ফের জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ চিন্নাস্বামীতে খেলেছে আরসিবি। ২টিতেই হেরেছে তারা। বাকি চারটি অ্যাওয়ে ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গালুরু।