বাংলার স্পিনারের দাপটে জ্বলেপুড়ে ছাই রাজস্থানের ব্যাটিং অর্ডার। চার ওভারে ২৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। বিশেষ করে ১২তম ওꦍভারে তিনি ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এখানেই রাজস্থান রয়্যালস চাপে পড়ে 🐎যায়।
শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে দুই দলের বোলারদের করিশ্মা দেখা গেল। টস হেরে প্রথমে ব্যাট করেছিল হায়দরাবাদ। প্রথম ইনিংসে রাজস্থানের দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং আবেশ খানের দাপট দেখা গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে আবার হায়দরাবাদের দুই স্পিনার শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মার আগুনে মেজাজে 🅠ধরা দিলেন। দুই স্পিনার মিলেই রাজস্থানের ব্যাটিং অর্ডারের এদিন কোমর ভেঙে দেন। দু'জনে মিলে তুলে নেন 🧔পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট।
আরও পড়ুন: পাওয়ার প্লে-তে ৩ উইকে💞ট, ভুবিকে ছাপিয়ে IPL 2024-এ ন🍷য়া রেকর্ড বোল্টের
শাহবাজের স্পিনের জাদু
এদিন অষ্টম ওভারে প্রথম বল করতে আসেন শাহবাজ আহমেদ। তাঁকে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান যশস্বী জয়সওয়াল। কিন্তু ওভারের পঞ্চম বলেই যশস্বীকে সাজঘরের রাস্তা দেখান শাহবাজ। যশস্বীর উইকেট এদিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। তি🌞নি মারকুটে মেজাজে ছিলেন। তিনটি ছক্কা এবং চারটি চারের হাত ধরে ২১ বলে ৪২ করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত শাহবাজের বলে আব্দুল সামাদকে ক্যাচ দেন যশস্বী। ২০২২ সালে প্রশান্ত সোলাঙ্কির পর, আইপিএলে শাহবাজ প্রথম স্পিনার, যিনি যশস্বীকে আউট করলেন। এই ওভারে ꦦশাহবাজ ১০ রান দিলেও, যশস্বীকে আউট করে অক্সিজেন দেন হায়দরাবাদকে। এর পর ইনিংসের দশম ওভারে বল করতে এসে তিন রান দেন। কিন্তু কোনও উইকেট পাননি।
তবে ১২তম ওভারে পুরো ম্যাচের রং-ই বদলে দেন বাংলার স্পিনার। প্রথম বলেই ফেরান বিধ্বংসী রিয়ান পারগকে। এদিন রিয়ান বড় শট খেলতে গিয়ে অভিষেক শর্মাকে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ꧑ফেরেন। ১০ বলে ৬ করে এদিন রাজস্থানকে নিরাশ করে আউট হন রিয়ান। দ্বিতীয় এবং তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বল𝓰ে রবিচন্দ্রন অশ্বিনকে আউট করেন শাহবাজ। ৩ বল খেলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে খালি হাতে সাজঘরে ফেরেন অশ্বিন। পঞ্চম বলেও কোনও রান হয়নি। ষষ্ঠ বলে হয় ১ রান। দুরন্ত বোলিং করে ১২তম ওভারেই হায়দরাবাদের হাতে ম্যাচের রাশ এনে দেন শাহবাজ আহমেদ।
অভিষেক শর্মা নেন ২ উইকেট
শাহবাজের সঙ্গে বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক শর্মাও। সঞ্জু স্যামসন এবং শিমরন হেতমায়েরের গুরুত্বপূর্ণ উইকেট দু'টি তুলে নেন অভিষেক। অভিষেকের বলে এডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে সঞ্জু ফেরেন ১১ বলে ১০ রান করে। ১০ বলে ৪ করে বোল্ড হন হেতমায়ের। ৪ ওভারের স্পেলে ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন অভিষেক। শাহবাজ এবং 💮অভিষেক- দুই স্পিনারের ঘুর্ণিই হায়দরাবাদকে ফাইনালে উঠতে সাহায্য করে। হায়দরাবাদের দেওয়া ১৭৬ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৯ করে রাজস্থান। ৩৬ রান♔ে তারা ম্যাচটি হারে। রবিবার ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।