ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম বারের মতো আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট খেলতে চলেছেন। ওডিআই বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন রোহিত সহ বিরাট কোহিল, জসপ্রীত বুমরাহরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত♒ ধরে তাঁরা ফের নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে চলেছেন। তবে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের আগেও ভারতের বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে চর্চা চলছে।
টেস্ট সিরিজ শুরুর আগের দিন রোহিত সোমবার যোগ দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে এসে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ নিয়ে কথা বলার পাশাপাশি📖 নিজের ব্যক্তিগত প্রস্তুতি- সব কিছু নিয়েই খোলামেলা কথা বলেন হিটম্যান। বিশ্বকাপের পর রোহিত এই প্রথম বার মিডিয়ার মুখোমুখি হয়েছিল। হৃদয়ভঙ্গ হয়ে যাওয়া নিয়েও রোহিতকে প্রশ্ন করা হয়।
আরও পড়ুন: ৩১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় জয় অধরা, ইতিহাস বদলাতে পারবে ভা✅রত, দেখে নিন পরিসংখ্যান
ভারত অধিনায়ক স্বীকার করেছেন যে, ইদানীং এত বেশি ক্রিকেট খেলা হচ্ছে যে, খেলোয়াড়দের এগিয়ে যেতে হবে। যদিও বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা থেকে বের হতে তাঁর সময় লেগেছে। তবে তিনি সেটা এখন কাটিয়ে উঠেছেন এবং নতুন চ্যালেঞ্জের জন্য ✤অপেক্ষা করছেন।
তিনি বলেন, ‘আমরা যে ভাবে বিশ্বকাপে খেলেছি, তাতে সকলেই ভেবেছিলেন, শিরোপা আমরা জিতব। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা এটি করতে পারিনি। এটি খুবই যন্ত্রণার ছিল। মেনে নেওয়াটা কঠিন ছিল। সকলেই দেখেছেন যে, আমরা কী ভাবে ১০টি ম্যাচে পারফরম্যান্স করেছি। আমরা ফাইনালে কিছু জিনিস ভালো করতে পারিনি, এবং সেই জন্যই আমরা হেরেছি। এটা মানা কঠিন। তবে জীবনে অনে🌌ক কিছু ঘটছে, এত ক্রিকেট, নিজের শক্তি খুঁজে বের করতে হবে। আমার বেরিয়ে আসতে সময় লেগেছে। কিন্তু এগিয়ে তো যেতেই হবে।’
আরও পড়ুন: আমি মꩲনে করি না, জুতো এবং ব্যাটে ঘুঘুর ব্যবহার আপত্তিকর কিছু- খোয়াজার সমর্থনে পাশে দাঁড়ালেন কামিন্স
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘বিশ্বকাপের হারের পর গোটা বিশ্বের বিভিন্ন মানুষের থেকে উৎসাহ পেয়েছি আমরা। ব্যক্তিগত ভাবে তা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি।’ তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিশেষ ভাবে জিজ্ঞাসা করা হলে, রোহিꦡত বলেন, ‘আমার সামনে যাই হোক না কেন, আমি খেলার জন্য মুখিয়ে আছি।’
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত খেলবেন কিনা, সেই সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। হাতে কিন্তু খুব বেশি সময়ও নেই। প্রায় ৬ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু রোহিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২২ সালে) থেকে সংক্ষিপ্𓆉ততম ফর্ম্যাটে আন্তর্জাতিক কোনও ম্যাচ খেলেননি, তাই তাঁর ভবিষ্যৎ নিয়ে অনেক জল্পনা-কল্প𝄹না চলছে।