প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছিল কেএল রাহুলের ভারত। তবে সেন্ট জর্জ ওভালে সেই ঘটনার পূণরাবৃত্তি ঘটাতে পারল না টিম ইন্ডিয়া। খারাপ ব্যাটিং পারফরম্যান্স এবং বোলারদের ব্যর্থতার জেরে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হারতে হল টিম ইন্ডিয়াকে। সেই সঙ্গে সিরিজ ১-১-এ সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। টনি ডে জর্জির দুর্ধর্ষ সꦉেঞ্চুরীতে ভর করে এদিন ভারতকে কার্যত হেলায় হারিয়েই সিরিজে সমতায় ফিরল প্রোটিয়া বাহিনী। দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন টনি ডে জর্জি।
ম্যাচের সেরা হয়ে টনি ডে জর্জি বলেছেন, ‘আমি ভালো আছি। শুধু শরীরটা একটু স্টিফ হয়ে রয়েছে। সত্যি বলতে কি আমার মধ্যে এখন আবেগের বন্যা বয়ে চলেছে। আমি প্রথমে আমার মায়ের কথা ভেবেছিলাম, আমি তাঁকে ভুল প্রমাণ করতে পেরে খুশি। রব এবং জেপি অর্ডারের শীর্ষে আমার কাছ থেকে কী আশা করেছিল সে সম্পর্কে আমার সঙ্গে কথা বলেছে। ওয়ান্ডারার্স এ এটি প্রসাꦕরিত করা ভালো হত। আমি বলব যে মানিয়ে নেওয়া যায় এবং অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে শালীন। আমি যখন ফিরছিলাম সেখানে সকলেই হাততালি দিচ্ছিল, আমি এমন একটি মুহূর্ত কখনই ভুলব না।’ ১২২ বলে ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা টনি ডে জর্জি।
প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা যে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেয়নি। এদিন তারাই দুরন্ত পারফর্ম করলেন। ভারতীয় দলের ব্যাটাররাও সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি। এই মাঠের পরিসংখ্যান কিন্তু ব্যাটারদের পক্ষেই রয়েছে। তবুও সেখানে লোকেশ রাহুল, রুতুরাজ গায়ক🍃োয়াড় সহ রিঙ্কু সিংরা সকলেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ভারতীয় দলের হয়ে এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি উইকেটই তুলতে নিয়েছিলেন আর্শদীপ সিং এবং অন্য উইকেটটি শিকার করেছিলেন রিঙ্কু সিং।
টস জিতে এদিন ভারতীয় দলকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। পরিকল্পনা ছিল ভারতীয় দলকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। নান্দে বার্গার, বিউরান হেনড্রিকসরা সেই কাজটা একেবারে নিখুঁতভাবে করেছিলেন। এদিনও ওপেনিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন। রান পাননি তিলক বর্মাও। ১০ রানেই থামতে হয়েছিল তাঁকে। সাই সুদর্শন ও༒ লোকেশ রাহুল যদি পার্টনারশিপটা না তৈরি করতেন ꦺদবে ভারতীয় দল এদিন দেড়শো রানও বোধহয় টপকাতে পারত না। শেষ ম্যাচেই সিরিজের ফলাফল নির্ধারণ।