কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট লিগের ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই পাকিস্তানের ৩ কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন সচিন। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করতে দেখা যায়। সেখানে সচিন তেন্ডুলকরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন আরও দুই ক্রিকেটারকে। উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যাটসম্যান জাহির আব্বাস এবং উইকেটকিপার মইন খান। ওয়াসিম আক্রম পোস্টের ক্যাপশনে লিখেছেন- ‘এশিয়ার ২ কিং𓂃বদন্তি সচিন তেন্ডুলকর ও জাহির আ𝔍ব্বাস এবং অবশ্যই পাকিস্তানের সেরা উইকেটকিপার মইন খানের সঙ্গে ন্যাশনাল ক্রিকেট লিগে’।
ন্যাশনাল ক্রিকেট লিগ হল একটি টি-১০ প্রতিযোগিতা। এই টুর্🍒নামেন্টের পরিচিতি সিক্সটি স্ট্রাইকার্স নামে। মার্কিন যুক্ত ꦉরাষ্ট্রের ডালাসে ৪ অক্টোবর থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। শেষ হয়েছে ১৪ অক্টোবর। টেক্সাস বিশ্বাবিদ্যালয়ের মাঠে সব খেলাগুলি অনুষ্ঠিত হয়। সেখানে সময় কাটানোর সময় সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান জানানো হয়। NFL দল ডালাস কাউবয়ের মালিক জেরি জোন্স তাঁর হাতে একটি ১০ নম্বর জার্সি তুলে দেন। সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানা লাভ করেছেন মাস্টার ব্লাস্টার। তাঁর উপস্থিতি আগামী বছর থেকে এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আগেই আশা প্রকাশ করেছিলেন ওয়াসিম আক্রম। বর্তমানে ক্রিকেটের এই নয়া ফরম্যাটের টুর্নামেন্ট বেশ জনপ্রিয়তা লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের সঙ্গে সচিন তেন্ডুলকরের যুক্ত হওয়া প্রসঙ্গে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম নিজের খুশি ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, 'তেন্ডুলকরের যুক্ত হওয়ার পর এই লিগ অনেক লাভবান হবে। সচিন বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি। তার যোগদানের ফলে এই লিগ আরও বেশি পরিচিতি লাভ করবে দুনিয়ায়। সচিন আমার বন্ধু, আমি ওর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। আমাদের মধ্যে প্রচুর প্রতিযোগিতা ছিল, যেটা সমর্থকরাও উপভোগ করত'। এবার সচিনের সঙ্গে সাক্ষাতে সেই আশা পূর্ণ হল আক্রমের। তিনি মনে করেন এই টুর্নামেন্ট মার্কিন ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টুর্নামেন্টের ফলে লাভবান হবে সেখানকার তরুণ ক্রিকেটাররা। প্রসঙ্গত, এবছর টি-২০ বিশ্বকাপে অংশ নিয়েছিল আমেরিকা। বেশ নজর কেড়েছিল তারা। বেসবল এবং NFL-এর জন্য পরিচিত আমেরিকায় এবার ধীরে ধীরে জনপ্রিয় হ♐য়ে উঠছে ক্রিকেটও।