ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলেছিলেন তিনি, এমনকীꦿ আয়ারল্যান্ড সফরেও টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ব্যাট করতেও দেখা যায়। তবে অনেকের ধারণা ছিল বিশ্বকাপে হয়তো সঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে। যদিও তা হয়নি। তবে এটা স্পষ্ট ছিল, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ওডিআই সিরিজ খেলবে সেই দলে তিনি খেলবেন। কিಌন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়েছেন নির্বাচকরা। সঞ্জুকে বাদ দিয়েই অজিদের বিরুদ্ধে সিরিজে দল সাজিয়েছে ভারত।
আর সেই দলে দীর্ঘদিন পর ওডিআইতে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও প্রথম দুই ওডিআই ম্যাচে থাকবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় ওডিআই ম্যাচে ফিরবেন তারা। এছাড়াও এই সিরিজে কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে। তবে সঞ্জুকে না নেওয়ায় অনেকেই হতাশ হয়েছে, সেটা এক প্রকার পরিস্কার। এমনকী সঞ্জু নিজেও হতাশা প্রকাশ করেছেন। যদিও তিনি প্রকাশ্যে কোনও কিছুই বলতে চাননি। তবুও তিনি নিজের ফেসবুক পেজে একটি স্মাইলির ইমোজি পোস্ট করেন। তাছাড়া আর কোনও কিছুই লেখেননি রাজস্থান রয়্যালসের অধিবায়ক। তাঁর সেই পোস্ট এটা বুঝিয়ে দিয়েছে, তিন🍰ি এই সিদ্ধান্তে হতাশ হলেও খুশি মনে মেনে নিয়েছেন।
ভারতীয় দলের সঞ্জুকে না নেওয়ার ঘটনা এই প্রথম, এমনটা একেবারেই নয়। এর আগেও এমনটা অনেকবারই ঘটেছে। ত🍎বে এবার অনেকেই ভেবেছিলেন জাতীয় দলের হয়ে অজিদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। কিন্তু সেটাও আর হল না। তবে এই সিরিজে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনের দলে নেওয়া প্রধান কারণ কী, তা প্রকাশ্যে আনেন অধিনায়ক রোহিত। যদিও সঞ্জুকে না নেওয়া তিনি অবশ্য কোনও কিছুই বলেননি। এখন এটাই দেখার বিশ্বকাপের পর ফের অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নামবে টিম ইন্ডিয়া। তখন এই তারকা ক্রিকেটারের ভাগ্যের চাকা ঘোরে কিনা সেটাই এখন দেখার বিষয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওꩵডিআই স🥃িরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মোহালিতে। দ্বিতীয় ওডিআই হবে ২৪ সেপ্টেম্বর ইন্দোরে এবং তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচের আসর বসবে ২৭ সেপ্টেম্বর রাজকোটে। তারপর দুই দলই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শিবির শুরু করে দেবে।