শুভব্রত মুখার্জি:- দীর্ঘদিন বাদে পাকিস্তানের মাটিতে আয়োজন হতে চলেছে আইসিসির কোন প্রতিযোগিতা। ২০২৫ সালেই পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পিসিবির সভাপতি। পিসিবꦛি সভাপতি মহসিন নাকভির মতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কার গুরুত্বপূর্ণ ছিল। কারণ স্টেডিয়ামগুলোতে না ছিল বসার উপযুক্ত সিট, না ছিল শৌচাগারের সুবন্দোবস্ত। ফলে দায়িত্ব নেওয়ার পরে স্টেডিয়ামগুলোর হাল ফেরানোই যে তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
পাকিস্তানে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের﷽ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যার অঙ্গ হিসেবে চলছে স্টেডিয়াম সংস্কার এবং স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের কাজ। আধুনিক মানের সুযোগ সুবিধা থাকছে স্টেডিয়ামগুলোতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহসিন নাকভি স্বীকার করে নিয়েছেন আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোর সঙ্গে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর পরিকাঠামোগত পাꦬর্থক্যের কথা। পাকিস্তানের স্টেডিয়ামগুলো যে এই বিষয়ে পিছিয়ে রয়েছে তা মেনে নিয়েছেন তিনি। তাঁর মতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ভালোভাবে আয়োজন করতে গেলে এই স্টেডিয়াম গুলোর পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কার গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন… বাংলার ম্যাচে সৌরভের সামনে 'বিক্রম' দাপটে ꧃🌠গুটিয়ে গিয়েছিল প্লেয়াররা, গল্প শোনালেন কোহলি
পিসিবি সভাপতি কোন রাখঢাক না রেখেই বলে দিয়েছেন এ🥂ই মুহূর্তে পাকিস্তানের কোন স্টেডিয়াম আন্তর্জাতিক মানের নয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটারে স্টেডিয়াম গুলো পিছিয়ে রয়েছে। তিনি জানিয়েছেন, ‘বিশ্বের বাকি ক্রিকেট খেলিয়ে দেশের স্টেডিয়াম এবং আমাদের দেশের স্টেডিয়ামের আকাশ পাতাল ফারাক রয়েছে। আন্তর্জাতিক মানদন্ড যদি দেখি তাহলে আমাদের কোন স্টেডিয়াম এই পরীক্ষাযไ় উত্তীর্ণ হবে না। কোন সিট নেই, বাথরুম নেই। ভিউ এমন ছিল যেন আপনি ৫০০ মিটার দূর থেকে খেলা দেখছেন। সিট পর্যাপ্ত ছিল না।’ পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মাথায় রেখে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম,করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কাজ শুরু করেছে। এই কাজে তাদের আনুমানিক ১২.৮ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধরা হয়েছে। উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। চলবে মার্চ পর্যন্ত। এই মুহূর্তে কয়েকদিন আগে গদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের কাজ স্বয়ং নাকভি তদারকি করেছেন। কাজের অগ্রগতিতে তিনি বেশ খুশি।