চলতি বছরের শেষের দিকে আইপিএল ২০২৫-এর আগে অনুষ্ঠিত হবে আইপিএল-এর আরও একটি মেগা নিলাম। এই নিলামের আগেই অনেক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে তাদের ফ্র্যাঞ্চাইজিরা। এই তালিকায় রিঙ্কু সিংয়ের নামও জানা যাচ্ছে। যদি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রিঙ্কু সিংকে ছেড়ౠে দেয় তাহলে রিঙ্কু সিং কোন দলে যাবেন? সেই বিষয়🧜েই এবার মুখ খুললেন শাহরুখ খানের অতি প্রিয় রিঙ্কু সিং। তরুণ ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং বলেছেন যে তিনি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলে যোগ দিতে চান।
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর-এর হওয়ে রিঙ্কু তার আইপিএলে অভিষেক করেছিলেন। তারপর থেকে তিনি এই দলের একজন অংশ হয়ে যান। আইপিএল ২০২৩-এ, গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। তার আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতেই টিম ইন্ডিয়াতে জায়গা করে 🐈নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নায়ক রিঙ্কু সিং।
স্পোর্টস তাকের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময়, রিঙ্কু সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন দলের হয়ে খেলতে চান? যদি কেকেআর তাকে আসন্ন নিলামের আগে ছেড়ে দেয় তাহলে তিনি কোন দলে যেতে চাইবেন? এর জবাবে রিঙ্কু সিং আরসিবির নাম নেন এবং এর পিছনে কারণও ব্যাখ্যা করেন তিনি। রিঙ্কু সিং বলেছেন, ‘আরসিবি, কারণ বিরাট কোহলি আছে।’ একই কথোপকথনের সময়, যখন তাকে টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, ‘সে খুব ভালো অধিনায়ক। আমি রোহিত ভাইয়ের অধীনে খেলেছি। তিনি খুব শান্ত এবং খুব বেশ🌱ি কথা বলেন না। তিনি খুব ভালো অধিনায়ক।’
রিঙ্কু 𒊎সিং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের রিজার্ভ খেলোয়াড়দের অংশ ছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সঙ্গেই ছিলেন তিনি, কিন্তু দলে সুযোগ পাননি। এই বড় আয়োজনের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেন তিনি। এই তারকা ব্যাটসম্যান শেষবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলেন। এখন রিঙ্কুকে ইউপি টি-টোয়েন্টি লিগে অ্যাকশনে দেখা যাবে। যেখানে তিনি মিরাট ম্যাভেরিক্সের নেতৃত্ব দেবেন। ২৫ অগস্ট অন🌼ুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২৫ অগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে রিঙ্কু সিংয়ের মিরাট দল। এদিকে রিঙ্কুকে দলীপ ট্রফিতে না নেওয়া নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।