আইপিএলে শেষ কয়েকটা ম্যাচে মাঠে নামতে পারেননি পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। কাঁধের চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন কিংস অধিনায়ক। এরই মধ্যে শেষ তিনটি ম্যাচেই হেরেছে তাঁর দল। দুরন্ত ফাইট দিয়েও হারতে হয়েছে তাঁদের। এবারের আইপিএলে শিখর নিজে খুব ভালো ছন্দের মধ্যে না থাকলেও তিনি দলের অধিনায়ক। সেই হিসে🍸বে ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করেছেন। ৫ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫২ রান। বাকি ওপেনাররা যেখানে প্রায় প্রতি ম্যাচেই ব্যর্থ, সেখানে অন্তত লড়াই দেওয়ার প্রচেষ্টা করেছেন শিখর।
আরও পড়ুন-IPL 2024-‘বউও বলেনি যে আমা🐓র হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর🍸?
শশাঙ্ꦦক, আশুতোষদের দুরন্ত লড়াই🥀 প্রায় প্রতি ম্যাচেই অভিজ্ঞতার অভাবে মাঠে মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টও চাইছে শিখর মাঠে ফিরুন। সেক্ষেত্রে শশাঙ্ক , আশুতোষরা হিট করলে অপর এন্ড সামলে দাঁড়িয়ে থাকতে পারবেন শিখর। এছাড়াও গব্বরের অভিজ্ঞতা কাজে লাগবে। এরই মধ্যে পঞ্জাব দলের সহকারী কোচ দিলেন শিখরের চোট নিয়ে বড় আপডেট। সুস্থ হচ্ছেন পঞ্জাব অধিনায়ক, তবে কবে মাঠে ফিরবেন তিনি, এর উত্তর জানা নেই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।
আরও পড়ুন-IPL 2024-রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকব💃ে কিনা,সেটা ঠিক করুক দর্শ💝করাই, মত পন্টিংয়ের
গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে জিতেছিল পঞ্জাব🐲 কিংস। সেই ম্যাচে অনবদ্য লড়াই দিয়েছিলেন শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা। হারা ম্যাচই কার্যত তাঁরা পঞ্জাবের পকেটে পুড়ে দিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই অভিজ্ঞতার অভাবে পরপর ম্যাচ হারছে তাঁরা। দলের বিদেশী ব্যাটাররা রানের মধ্যে নেই। স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন বা জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের তিন তারকাই এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। সেই কারণেই পঞ্জাব লিগ টেবিলের নিচের সারিতে রয়েছে। এরই মধ্যে শিখরের চোট অনেকটা গোদের উপর বিষফোঁড়ার মতো। দলের অধিনায়ককে নিয়ে সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন বলছেন, ‘ শিখরকে কোনও ক্রিকেটারকে দিয়েই বদলানো সম্ভব নয়। কারণ আইপিএলে ওপেনারদের মধ্যে ও সব থেকে সফল। এবারও যখন ছন্দ পাওয়া শুরু করল, তখনই কাঁধে চোট পেয়ে গেল’।
আরও পড়ুন- IPL 2024-ডেথ ওভারে নাইট বোলারদের রা𒉰ন দেওয়ার রোগ সারাতে, কোচে🉐র দাওয়াই ‘স্পট বোলিং’
হ্যাডিন আরও বলছেন, ‘যত দ্রুত সম্ভব ওকে আমরা দলে ফেরাতে চাইব। টপ অর্ডারে 🍷দলের অন্যতম অভিজ্ঞতম ক্রিকেটার শিখর। আশা করছি দ্রুতই তাঁকে পাব। চোটের জায়গায় উন্নতি হয়েছে শিখরের। শেষ কয়েকদিনে ভালো আপডেট পেয়েছি। আমাদের পেস বোলাররা আইপিএলে এবার সব থেকে বেশি উইক🐓েট নিয়েছে। একটু রান করতে পারলেই আমাদের পেসার আর স্পিনাররা লড়াইয়ের জমি পেয়ে যাবে। আশুতোষ আর শশাঙ্ক বেশ ভালো খেলছে। ওদের আরও বেশি সময় দিতে হবে উইকেটে। শেষ তিনটি ম্যাচ টানটান হয়েছে। এমন রুদ্ধশ্বাস ম্যাচগুলো জয়ে পরিণত করতে হবে। ’