প্রথম পাঁচ ম্যাচে মোটে ২টি জয়। তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে পঞ্জাব কিংসকে। এমন অবস্থায় রাজস্থান রয়্যালসের �🌠�বিরুদ্ধে হোম ম্যাচে পঞ্জাবের হয়ে স্যাম কারানকে টস করতে নামতে দেখেই জল্পনা শুরু হয়ে যায় ক্রিকেটমহলে। তবে কি মরশুমের মাঝেই নেতা বদল করল পঞ্জাব কিংস?
যদিও এক্ষত্রে আরও একটি সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়ে যায়। লখনউ সুপার জাꦜয়ান্টস ইতিমধ্যেই তাদের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছে। সেই ম্যাচে লখনউকে নেতৃত্ব দিতে নামেন নিকোলাস পুরান। সু♑তরাং, ধওয়ানকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে চাইলে পঞ্জাবের হয়ে স্যাম কারানের টস করতে নামা যথার্থ।
যদিও এই ২টি বিকল্পের কোনওটিই ঘটেনি এক্ষেত্রে। বরং তৃতীয় সম্ভাবনাটাই সত্যি প্রমাণিত হয়। টসের সময় স্যাম কারান জানান যে, শিখর ধাওয়ান পুরোপুরি ফিট নন। তাঁর হালকা চোট রয়েছে। তাই রাজস্থান রয়্যালসেরﷺ বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামতে পারেননি গব্বর।
ধাওয়ান খেলতে না পারায় পঞ্জাবকে সঙ্গত কারণেই তাদের প্লেয়িং ইলে♈ভেন রদবদল করতে হয়। ধাওয়ানের জায়গায় পঞ্জাব মাঠে নামায় অথর্ব টাইডেকে। পঞ্জাব এই ম্যাচে দলে ফেরায় লিয়াম লিভিংস্টোনকেও।
সন্দেহ নেই ধাওয়ানের অনুপস্থিতিতে ব্যাটিং শক্তি কমে পঞ্জাব কিংসকে। তবে তাতে ম্যাচ শুরুর আগেই মানসিকভাবে কোণঠাসা হতে হয়নি তাদের। কেননা প্রতিপক্ষ দলের অন্যতম সেরা ব্যাটার জোস বাটলারও এই ম্যাচে মাঠে নামতে পারেননি। অবশ্য একা বাটলারকেই নয়, বরং রাজস্থান রয়্যালস এই ম্যাচে দলে পায়নি রবিচন্দ্রন অশ্বিনকেও। বাটলার ও অশ্বিন, দুই তারকাই পুরোপুরি ফিট নন। হালকা চোট থাকায় তাঁরা ছিটকে যান পঞ্জাব ম্যাচ থেকে। রাজস্থান এই ম্যাচে মাঠে💖 নামায় রোভম্যান পাওয়েল ও তনুষ কোটিয়ানকে।
আরও পড়ুন:- স্পটলাইটে ৭ জন, ভারতের T20 বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন কোন কোন ঘরোয়া ব্যা✤ট𒈔ার?
পঞ্জাব কিংসের প্রথম একাদশ:-
অথর্ব টাইডে, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, স্যাম কারান (ক্যাপ্টেন), লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), হরপ্রীত ব্রার, হার্ষাল প্যাটেল, কাগিসো রাবাদা ও আর্শদীপ সিং। ইমপ্যাক্ট পরিবর্🌜ত- রাহুল চাহার, আশুতোষ শর্মা, বিদ্বথ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া ও ন্যাথন এলিস।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ:-
সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিয়ান পরা🥀গ, রোভম্যান পাওয়েল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, তনুষ কোটিয়ান, ট্রেন্ট বোল্ট, কেশব মহারাজ, আবেশ খান, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট পরিবর্ত- যশস্বী জসওয়াল, টম কোহলার ক্যাডমোর, শুভম দুবে🧸, নভদীপ সাইনি ও আবিদ মুস্তাক।