টি২০ বিশ্বকাপে মোটেই ভালো পারফরমেন্স করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। সদ্যℱ বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টেও হেরেছে ১০ উইকেটে। কয়েক মাস আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপেও বাবর আজমের দল তেমন সাফল্য পায়নি, বলা ভালো গত এক বছরের সব ফরম্যাটেই ব্যর্থ হয়েছে পাকিস্তান দল। এরই মধ্যে ঘরোয়া কোন্দল, ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়ার অভাব, সঙ্গে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে বাইরে থেকে প্রভাব খাটানোর মতো একাধিক অভিযোগই উঠে এসেছে।
কখনও আজম খানের দলে ঢোকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তো কখনও ইফতিখার আহমেদের পারফরমেন্স নিয়ে আঙুল উঠেছে নির্বাচকদের দিকে। এবার এই নিয়ে বড় দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। টি২০ বিশ্বকাপ শুরুর আগে তাঁর কাছেও ব🦩ড় প্রস্তাব এসেছিল পিসিবির তরফ থেকে, জানাচ্ছেন শোয়েব।
আরও🌄 পড়ুন-'ওর কাছে টাকা গুরুত্বপূর্ণ নয়', রোহিতের মুম্বই𓆏তে থাকা নিয়ে বড় বার্তা অশ্বিনের…
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা অলরাউন্ডার শোয়েব মালিক জানাচ্ছেন, টি২০ বিশ্বকাপের আ🥃গে পিসিবির পক্ষ থেকে তাঁর কাছে নির্বাচক হওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু এখনও খেলা চালিয়ে যাওয়ায় তিনি সেই প্রস্তাবে সায় দেননি। দেশের হয়ে ৩৫টি টেস্ট ম্যাচের পা🤡শাপাশি ২৮৭টি একদিনের ম্যাচ খেলেছেন এই পাক তারকা। এছাড়াও ১২৪টি টি২০ ম্যাচেও দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন শোয়েব।
আরও পড়ুন-উত্তর কোরিয়ার ব🐈িপক্ষে জিতল হিজাজি মাহেরের জর্ডন! ISL-র ক্লাবদের খোঁচা লালহলুদের…
শোয়েব মালিক বলছেন, ‘আমি ২০২৪ টি২০ বিশ্বকাপ শুরুর আগেই পিসিবির তরফ থেকে প্রস্তাব পে🔯য়েছিলাম, তখন কোনও প্রধান নির্বাচক ছিল না। কমিটির সকলেরই সমান ক্ষমতা ছিল। আমি সেই সময় ক্রিকেট খেলছিলাম। এবার ক্রিকেট খেলাকালীন আমি কিভাবে কোনও দলের ক্রিকেটার নির্বাচন করতে পারি? এটার কোনও মানেই হয়না, যখন তুমি নিজে ক্রিকেট খেলছ আবার ক্রিকেটারদেরও নির্বাচন করছ। আমি এই মূহূর্তে শুধু একটা ফরম্যাটেই খেলছি, আমি ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাব। সেখানে আমি খেলতে পারব, আর যুব ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতাও ভাগ করে নিতে পারব’।
আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন꧅ অবসর…
শোয়েব নিজের অবসর 🧜নিয়ে খোলসা করে বলেন, ‘আমি আগেই বলেছি পাকিস্তান দলের হয়ে খেলার জন্য আমার আর ইচ্ছা নেই। আমি টেস্ট আর ওডিআই থেকে আগেই অবসর নিয়েছি। পাকিস্তানের টি২০ দলের সদস্য হওয়ার ক🅘োনও ইচ্ছাই আমার নেই। ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছি। তবে কয়েকটা লিগকে আমি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে খুব বেশিদিন আর আমায় পাওয়া যাবে না। আমি অবসর নিয়ে একটা কথা বলতে পারি, একেবারেই খেলা আমি ছাড়ব ’।