২২ গজে তিনি বরাবরই একজন বিধ্বংসী𓂃 ব্যাটার। বহু কঠিন পরিস্থিতি থেকে তিনি নিজের দলকে জিতিয়🏅েছে। এছাড়া ঝুলিতে রয়েছে একাধিক অর্ধশতরান ও শতরান। সবমিলিয়ে, নিজের দলের বা ক্লাবের, একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার। সম্প্রতি, তাঁর ঘরোয়া ক্রিকেট না খেলার সিদ্ধান্ত, কটাক্ষের মুখে ফেলেছে। তবুও তা পাত্তা না দিয়ে তিনি নিজের খেলা খেলে গিয়েছেন শ্রেয়স আইয়ার।
সদ্য শেষ হওয়া রঞ্জি ট্রফিতে শ্রেয়স আইয়ার নিজের দলকে উপহার দিয়েছেন বেশকিছু ম্যা🐽চ উইনিং ইনিংস। এমনকী ফাইনালেও তাঁর ব্যাট থেকে আসে অজস্র আকর্ষণীয় শট। তরুণ ক্রিকেটার মুশির খানের সঙ্গে একটি বড় পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ডে বড় রান তুলে মুম্বইয়ের জয়ের পিছনে একটি বড় অবদান রেখেছেন তিনি। তবে রঞ্জি ফাইনাল জয়ের পর একটি ভিডিও ভাইরাল হয় চারিদ♍িকে যেখানে দেখা যাচ্ছে মনের আনন্দে নাচছেন তিনি। এরপরে ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে শুরু হয় মজাদার কমেন্টের বন্যা।
বৃহস্পতিবার, অর্থাৎ ১৪ মার্চ অন্তিম দিনের খেলা খেলতে নামে মুম্বই ও বিদর্ভ। তবে প্রথমে ইনিংসের মতো এই 💝ইনিংসেও দুর্বল দেখায় বিদর্ভের ব্যাটিং। ৩৬৮ রানের মধ্যে অলআউট হয়ে যায় সকলেই। অর্থাৎ ১৬৯ রানে ম্যাচ জিতে নেয় মুম্বই। ম্যাচের সেরা হন মুশির খান এবং টুর্নামেন্ট সেরা হন তনুষ কোটিয়ান। ট্রফি জেতার পরই আনন্দে নাচতে শুরু করেন শ্রেয়স। মুহূর্তই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। এরপরই ক্রিকেটপ্রেমীরা নিজেদের বক্তব্য পেশ করেন কমেন্ট বক্সে। অধিকাংশেরই বক্তব্য যে আনন্দে এই কীর্তি করে বসেছেন আইয়ার। আবার অনেকে তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের জন্য। সবমিলিয়ে, শ্রেয়সের এই নাচ আনন্দের সঙ্গে উপভোগ করেছেন সকলে।
উল্লেখ্য, আর একসপ্তাহ বাদেই আইপিএল খেলতে নামবে ভারতীয় ক্রিকেটাররা। তার আগে কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত আইয়ারকে নিয়ে নিজের মতামত পেশ করেছিলেন একটি সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, 'আমি বলছিনা শ্রেয়াসকে একটা নির্দিষ্ট তালিকায় রাখা উচিত। তবে ও দলের এমন একজন ক্রিকেটার যে সব রকমের ফরম্যাট খেলতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে চোট নিয়ে ও একটা সমস্যায় ভুগছিল, তবে সেটার সমাধান হয়ে গিয়েছে। তাছাড়া ওর পারফরম্যান্স বরাবরই ভালো থাকে। নিজের অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও একটা দুর্দান্ত শতরান করেছিল। ভবিষ্যতে আমাদের যদি কোনও সিরিজ থাকে আর যদি কোনও ক্রিকেটার ফর্মে না থাকে, তাহলে তাদের জায়গায় শ্রেয়সকে খেলানো যাবে। ও ঘরোয়া ক্রিকেট তো খেলেই, তাছাড়া আইপিএলেও ওর পারফরম্যান্স খুব ভালো। ওকে যে কোনও ফরম্যাটে কাজে লাগা꧅নো যাবে।'
নাইট কোচ যা কিছুই বলুক না কেন, শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে ফের অনিশ্চয়🐼তা দেখা দিয়েছে। জানা গিয়েছে๊ রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে পুরনো জায়গায় চোট লাগে তাঁর। ফলে ফের এনসিএতে যেতে হবে। সেক্ষেত্রে আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না নাইট অধিনায়ককে। ফলে শ্রেয়সের ফের চোট চাপে ফেলেছে শাহরুখ খানের দলকে। তবে এই অবস্থায় শ্রেয়সের এই রকম নাচ প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।