নভেম্বর এলেই যেন কপাল খারাপ শুরু হয়ে যায় লোকেশ রাহুল, শুভমন গিলদের। গত💛বার নভেম্বরেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। ভারতের মাটি থেকে বিশ্বজয়ের ট্রফি নিয়ে নাচতে নাচতে চলে গেছিলেন প্যাট কামিনসরা। এবার নভেম্বরে ভারত গেছে অজিদের ডেরায়। আর সেখানে গিয়েই ফের একবার সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজেꦕর!
একের পর এক চোটে জর্জরিত টিম ইন্ডিয়া-
অজিদের ফাস্ট আর বাউন্সি পিচে খেলতে গিয়ে ভারতের একাধিক ব্যাটার চোট পেয়েছেন। লোকেশ রাহুল, সরফরাজ খানের কনুইয়ে চোট লাগে। এরই মধ্যে খবর এসেছিল শুভ🏅মন গিলও নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন। তবে তখনও তাঁর চোটের ব্যাপকতা বোঝা যায় নি। কিন্তু এবার যে খবর এল, ভারতের ভারতের জন্য সুখকর নয়।
গিলের বুড়ো আঙুলের হাড় ভাঙল-
স্ক্যান রিপোর্ট আসার পর জানা গেছে শুভমন গিলের বুড়ো আঙ্গুলের হাড় ভেঙেছে। সেই কারণে প্রথম টেস্টে পার্থএ খেলতে পারবেন না তিনি। ৬ ডিসেম্বরের মধ্যে তিনি যদি ফিট হয়ে উঠতে পারেন, অর্থাৎ দিন ২০র মধ্যে। তাহলে তাঁকে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে। ফলে ভারতের ওপেনার সমস্যা ব্যাপকভাবেই দেখা দিল। কারণ যশস্বী জয়সওয়াল থাকলেও, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভাবা হচ্ছিল লোকেশ রাহুেলর নাম। তিনিও চোট পেতে শুরু হয় গিলকে নিয়ে জল্পনা। এবার তিনিও ছিটকে যাওয়ায় সরাসরি স্টার্ক কামিনসদের বিরুদ্ধেই অভিষেক হতে 𝓀পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের।
আরও পড়ুন- পুত্র সন꧙্তানের মা হলেন রিতিকা! রোহিত🅘ের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
ছিটকে গেছেন রোহিত শর্মা-
ইতিমধ্যেই বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, তাঁকে শনিবার সকালেই অর্থাৎ বাবা হওযার পরের দিনই রোহিত জানিয়েছেন পার্থ-এ প্রথম টেস্টে খেলবেন না। তিনি পরিবারের সঙ্গেই আপাতত কিছুদিন সময় কাটাতে চান। দ্বিতীয় টেস্টের আগে এখনও দিন কুড়ি সময় থাকায় অন্তত স্ত্রীর সঙ্গে ৭-১০দিন কাটাতে পারেন রোহিত শর্মা। ফলে রোহিত না যাওয়ায় ওপেনিং স্টটে এখনও একজন🉐 ব্যাটার প্রয়োজন।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে🎶 দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
এক ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় থাকতে নির্দেশ-
এদিকে জানা যাচ্ছে বিসিসি𒊎আইয়ের তরফ থেকে দুই ক্রিকেটার দেব🍌দূত পাডিক্কল এবং সাই সুদর্শনের মধ্যে যে কোনও একজনকে অস্ট্রেলিয়ায় থাকতে বলা হতে পারে। আসলে যে হারে ভারতীয় ব্যাটাররা চোট পাচ্ছেন। গিল তো ফিল্ডিং করতে গিয়েও চোট পেলেন। ফাস্ট পিচ হওয়ায় এমন চোটাঘাত অত্যন্ত স্বাভাবিক ঘটনা। সেকথা মাথায় রেখেই দুই ক্রিকেটারকে সেদেশে থাকতে বলা হতে পারে।