সবকিছু ঠিকঠাক থাকলে আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। কিন্তু প্রাথমিকভাবে আরসিবি ম্যানেজমেন্ট এক ভারতীয় তরুণের হাতে সেই দায়িত্ব তুলে চে🧸য়েছিল বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফ্যাফ ডু'প্লেসির পরিবর্তে নয়া অধিনায়ক হিসেবে বিরাটের অন্যতম পছন্দের ক্রিকেটার শুভমন গিলকে নেওয়ার চেষ্টা করেছিল আরসিবি। কিন্তু গিল গুজরাট টাইটানসেই থেকে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে বিরাটই নিজের হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে নিতে রাজি হয়েছেন। অর্থাৎ ‘প্রিন্স’ না করার পরে ‘কিং’-র হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিচ্ছে আরসিবি।
বিরাটের অধিনায়কত্বে কেমন পারফরম্যান্স RCB-র?
এমনিতে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আরসিবির অধিনায়কত্ব করেছিলেন বিরাট। তাঁর অধিনায়কত্বে চারবার প্লে-অফে পৌঁছেছিল আরসিবি। ২০১৬ সালে স্রেফ একচুলের জন্য আইপিএল জিততে পারেনি। যে ঘটনাকে নিজের জীবনের অন্যতম হতাশাজনক মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছিলেন বিরাট। কার্যত জেতা ফাইনালে হেরে গিয়েছিল আরসিবি।🍸 তারপর🦄 থেকে আর আইপিএলের ফাইনালে পৌঁছাতে পারেনি।
কেন ফাফকে দায়িত্ব দেওয়া হচ্ছে না?
তারইমধ্যে ২০২১ সালের আইপিএলের পরে আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দ🎉িয়েছিলেন বিরাট। অধিনায়ক করা হয়েছিল ফ্যাফ ডু'প্লেসিকে। তাঁর নেতৃত্বে তিনবারের মধ্যে আরসিবি দু'বার আইপিএলের প্লে-অফে পৌঁছালেও ২০২৫ সালের আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকার বিপক্ষে গিয়েছে বয়স। ইতিমধ্যে তাঁর বয়স ৪০ হয়ে গিয়েছে। আগামী বছর আইপিএলের আগে ৪১ বছরের কাছে পৌঁছে যাবেন ফ্যাফ। সেই পরিস্থিতিতে আরসিবি নয়া অধিনায়ক খুঁজছিল বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
অধিনায়ক না থাকলেও বিরাটই ‘নেতা’ ছিলেন
এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, গিলকে না পাওয়া যাওয়ায় বিরাটের হাতেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে আরসিবি। আর সেটার জন্য বেশি ভাবনাচিন্তা করার প্রয়োজনও ছিল 💝না। কারণ ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে খাতায়কলমে আরসিবির অধিনায়ক না হলেও বিরাটই ‘নেতা’ ছিলেন।
মাঠে কোনও মুহূর্তে ‘সুইচ অফ’ হননি। সবসময় নিজেকে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। গত বছরও যখন আরসিবির হার নিশ্চিত হয়ে গিয়েছে, তখনও নিজের সর্বস্ব দিয়ে দুর্দান্ত রান-আউট করেছিলেন। এমনকী অনেক সময় ফ্যাফের থেকেও বেশি আগ্রাসন দেখাতেন বিরাট। ফলে বির🉐াট সত্যি-সত্যি আরসিবির অধিনায়ক হলে নেহাতই একটা ‘আনুষ্ঠানিক’ দায়িত্ব পাবেন। খাতায়কলমে অধিনায়ক হবেন। বাস্তবে তো তিনি ২০১৩ সাল থেকেই আরসিবির অধিনায়ক রয়ে গিয়েছেন।