ভারতীয় দল পুণে টেস্টেও পড়েছে মহা সমস্যায়। ভারতীয় দলের বিপক্ষে কিউয়ি ব্যাটাররা যাও বা ২৫৯ রান করেছিলেন, সেখানে ভারতীয় দল অনেক আগেই গু♍টিয়ে গেল। নিজেদের ডেরায় টিম ইন্ডিয়া ভেবেছিল স্পিন অস্ত্রে প্রতিপক্ষকে কাবু করবে। কিন্তু কোথায় কি। পাল্টা মিচেল স্যান্টনারের ঘুর্ণী সামলাতে গিয়েই বেসামাল অবস্থা হয়ে গেল রোহিত বিরাটদের। রানের খাতাই খুলতে পারলেন না রোহিত, বিরাট করলেন মাত্র ১ রান।
আরও পড়ুন-আ💦বার ধাক্কা নাইট অধিনায়কের! কাঁধের চোটে ছিটকে গেলেন রঞ্জির পরের ম্য🌃াচ থেকে!
পুণে টেস্টেও ঘুরে দাঁড়ানোর পরিবর্তে আরও একবার কার্যত হারের সামনেই ভারতীয় দল। হাঁর বাঁচাতে গেলে ভারতীয় ব্যাটারদের দুরন্ত পারফরমেনস করতেই হবে। প্রথম ইনিংস🥀ে বোলাররা মোটের ওপর ভালো পারফরমেন্স দেখিয়ে ভারতকে খেলায় রাখলেও কোহলি, রোহিত, সফরাজরা দলকে নির্ভরতা দিতে পা𒐪রলেন না।ফলে সিরিজ হারের সামনে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-‘আমায় ঝাড়েনি,কিন্তু লজ্জায় মুখ দেখাতে পার♔িনি গম্ভীরকে’! সরল স্বীকারোক্তি সঞ্জুর
বিরাট রোহিতের টানা অফ ফর্ম টেস্টে-
বর্তমান ভারতীয় দলে এই মূহূর্তে সব থেকে চিন্তার কারণই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। বিক্ষিপ্তভাবে একটা আধটা ম্যাচে রান পেলেও বাকি ম্যাচে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না দলের দুই সেরা তারকাকে। আর সেটাই ভোগাচ্♈ছে দলকে। রুট যেখানে একের পর এক ম্যাচে শতরান করে যাচ্ছেন, সেখানেই এই ভারতীয় দলে এখন নির্ভরতা দিচ্ছেন সরফরাজ, জয়শওয়ালের মতো জুনিয়ররা, যা মোটেই খুব একটা ভালো ইঙ্গিত নয়।
ꦜআরও পড়ুন-পুণেতে অনুশীলনের সময় রোহিতের কাছে আর্জি এক ভক্তের! বললেন, ‘বিরাটকে বলে দিও তো… ’
ভারতে এসে কিউয়ি স্পিনারদের দাপট
আগে ভারতীয় দলকে বলা হত, স্পিন খেলার জন্য খুবই আদর্শ দল। সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়, সেহওয়াগরা বেশ ভালোই সামাল দিতেন ঘরের মাঠে স্পিন। কিন্তু কোহলিদের বিরুদ্ধে এই টেস্টের প্রথম ইনিংসে স্যান্টনারের ৭ উইকেটই বুঝিয়ে দিয়েছে, ভꦍারত আর আগের মতো ভালো স্পিন খেলিয়ে দেশ নয়। কয়েক বছর আগে আজাজ প্যাটেলও ভারতে এসে এক ইনিংসে দশ উইকেট নিয়ে গেছিলেন।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া সিরিজে দলে ঢুকতে প🍷ারেন নীতীশ! শার☂্দুলকেও ডাকের সম্ভাবনা! থাকবেন শামি?
সচিন - সৌরভরে যুগ এখন অতীত-
এই নিয়েই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার সাইমন ডুল বলছেন, ‘মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে গোটা বিশ্বের মধ্যে ভারতীয় ব্যাটাররাই সব থেকে ভালো স্পিন খেলতে পারে। একদমই সেটা নয়। বাকিরা যেমন স্পিন খেলে, ভারতও তেমনই স্পিন খেলে। সচিন, সৌরভ, লক্ষ্মণদের যুগের সঙ্গে এই ক্রিকেটারদের পার্থক্য আছে। ভালো স্পিনার থাকলেও তাঁরা ভারতের মাটিতে এস𝐆ে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারবেন ’।
দুরন্ত স্যান্টনার, প্রথম ইনিংসে লিড ১০৩ রান
প্রসঙ্গত নিউজিল্যান্ডের ১৬তম বোলার হিসেবে ভারতে এসে ফাইভ উইকেট হল নেন স্যান্টনার। কিউয়িদের এই বাঁহাতি স্পিনার ১৯.৩ ওভারে হাত ঘুরিয়ে ৫৩ রান দি♒য়ে ৭ উইরে তুলে নেন। আর সেই জন্যই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৬ রানে, ১০৩ রানের লিড পায় নিউজিল্যান্ড।