শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল এবং নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। দুই দলের মধ্যকার এই ম্ღযাচটি অনুষ্ঠিত হচ্ছে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা, আর নিউজিল্যান্ডের নেতৃত্ব টিম সাউদির কাঁধে রয়েছে। আপাতত তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। তবে শনিবারের ম্যাচ আয়োজন করা হবে না, ফলে আবার রবিবারে খেলা শুরু করা হবে।
শনিবার টেস্টের ‘রেস্ট ডে’, রবিবার শুরু হবে ম্যাচের চতুর্থ দিনের খেলা
আসলে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনের কারণে আগামীকাল টেস্ট ম্যাচের বিশ্রামের দিন ঘোষণা করা হয়েছে। ফলে শনিবারের বদলে রবিবার খেলা স্বাভ🍎াবিক হিসাবে চলবে এবং সকলে নিজেদের পূর্ণ শক্ত⛎ি নিয়ে ফিরে আসবে।
আরও পড়ুন… IND vs BAN: দারুণ💃 খেলল ভাꦉরত, তবু কেন আক্ষেপ করছেন সঞ্জয় মঞ্জরেকর
তৃতীয় দিনের স্কোরকার্ড এখানে দেখুন
তৃতীয় দিনের খেলা শেষে ৭২ ওভার🥀ে চার উইকেট হারিয়ে ২৩৭ রান করেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩৪ ও ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত ৩৪ রান নিয়ে খেলছেন। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়াম ও’রউরকে নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। উইলিয়াম ও’রকে ছাড়াও একটি উইকেট পান আজাজ প্যাটেল। শ্রীলঙ্কার হয়ে দিমুথ করুনারত্নে খেলেছেন ৮৩ রানের সেরা ইনিংস। দিমুথ করুণারত্নে ছাড়াও দীনেশ চণ্ডীমল করেন ৬১ রান। ২০২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা দল।
এর আগে খেলার গতি কেমন এগিয়েছিল-
এর আগে টসে জিতে প্রথমে 𓆉ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দলের শুরুটা ভালো হয়নি এবং মাত্র ৩২ রানের স্কোরে দুই উইকেট পড়ে যায়। এরপর দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস একসঙ্গে ইনিংস সামলেছেন। প্রথম ইনিংসে ৯১.৫ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার পুཧরো দল।
আরও পড়ুন… আম্পায়ারদের সঙ্গে সক🔯লের সেটিং থাকে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা
শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস খেলেছেন ১১৪ রান♛ের সেরা ইনিংস। কামিন্দু মেন্ডিস ছাড়াও উইকেটরক্ষক কুশল মেন্ডিস ৫০ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে উইলিয়💛াম ও’রকে সর্বোচ্চ ৫ উইকেট নেন। উইলিয়াম ও’রকে ছাড়াও আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস নেন দুটি করে উইকেট।
জবাবে প্রথম ইনিংসে ৯০.৫ ওভারে ৩৪০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের পুরো দল। নিউজিল্যান্ডের হয়ে ৭০ ཧরানের সেরা ইনিংস খেলেন টম ল্যাথাম। টম ল্যাথাম ছাড়াও ড্যারিল মিচেল ৫৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন প্রভাত জয়সূর্য। প্রভাত জয়সূর্য ছাড়াও দুটি উইকেট পান রমেশ মেন্ডিস।