বেঙ্গল প্রো টি-২০ লিগের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেয় মুকেশ কুমারের নেতৃত্বাধীন স্ম্যাশার্স মালদা ও সুদীপ ঘরামির মুর্শিদাবাদ কিংস। মালদা লিগের ৭ ম্যাচের ৬টিতে জয় তুলে নেয়। তারা লিগ চ্যাম্পিয়ন হিসেব𝕴ে সেমিফাইনাবে ওঠে। পরে সেমিফাইনালে কলকাতা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠেন মুকেশরা।
অন্যদিকে মুর্শিদাবাদ কিংস লিগের ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জয় তুলে নেয় এবং তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইꦰনালে ওঠেন সুদীপ ঘরামিরা। শেষ চারের হার্ডলে মেদিনীপুর উইজার্ডসকে টপকে খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে মুর্শিদাবাদ।
লিগের এক ও দুই নম্বর দল ফাইনালে মুখোমুখি হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাট-বলের উত্তেজক লড়াইয়ের আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সেই অনুরাগীদের সেই প্রত্যাশায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দেয় প্রকৃতি। ইডেনে বেঙ্গল প্রো টি-২০ লিগের ফাইনাল বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয়। ফলে যুগ্মজয়ী ঘোষণা করা হয় স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসকে। পাশাপাশি দাঁড়িয়ে 𓆉ট্রফি হাতে তোলেন দু'দলের ক্যাপ্টেন মুকেশ কুমার ও সুদীপ ঘরামি।
ম্যাচে যতটুকু খেলা হয়, তাতে দাপ♊ট বেশি ছিল মুর্শিদাবাদের বোলারদের। টস জিতে মালদাকে শুরুতে ব্যাট করতে পাঠান মুর্শিদাবাদ দলনায়ক সুদীপ ঘরামি। মালদা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১১৬ ဣরান তোলে। ১৬ বলে ২১ রান করেন রণজ্যোৎ খাইরা। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৮ রান করেন জয়জিৎ বসু।
ঋত্বিক চট্টোপাধ্যায় ১৪ বলে ১৩ রান করেন। তিনি ২টি চার মারেন। ১৬ বলে ১৬ রান করেন ঋতম পোড়েল। তিনি ১টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ২৪ বল🦩ে ২০ রানের যোগদান রাখেন সৌরভ সিং। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন 🌜অয়ন ভট্টাচার্য। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া কাইফ আহমেদ ৩, অখিল ৮, গীত পুরি ৫ ও ভৈরব দে সরকার অপরাজিত ৭ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন দলের ইনিংসে।
মুর্শিদাবাদের হয়ে দিলশাদ খান ৪ ও♑ভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ৩ ওভারে ১৫ রান খরচ করে ২টি 🐼উইকেট নেন জিৎ ঠাকুর। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন ইরফান আফতাব, বিকাশ সিং ও তৌফিক মণ্ডল।
পালটা ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ কিংস ১.১ ওভারে বিনা উইকেটে ৭ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে ༺যায়। পুনরায় খেলা শুরু করা যায়নি। ফলে যুগ্মজয়ী ঘোষণা করা হয় উভয় দলকে।