প্রথম একদিনের ম্যাচে হারের ꦉপর আজ সিরিজে সমতা ফেরাতে মাঠে নেমেছেন ভারতের মহিলা ক্রিকেট দল। ১-০ ব্যবধানে পিছিয়ে তারা। সুতরাং আজকের পরিস্থিতি পুরোপুরি 'ডু অর ডাই'। টিকে থাকতে হলে আজকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই টসে জিতে𝓰 ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালিসা হিলি এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে অস্ট্রেলিয়া। তবে এই দিনের ম্যাচে অল্পের জন্য বড় আঘাত পাওয়ার হাত থেকে বাঁচলেন দুই তারকা পূজা বস্ত্রকার এবং স্নেহ রানা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠ ছাড়েন স্নেহ।
২৫ ওভার চলাকালীন পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে𒈔 একে অপরের সঙ্গে ধাক্কা খান দুজনে। এরপরই দলের সকলে ছুটে আসেন পরিস্থিতি সামাল দিতে। 'আইসব্যাগ' নিয়ে আসা হয় স্নে🐬হ রানার জন্য এবং অবশেষে মাঠ ছাড়েন তিনি। এই দৃশ্যটি প্রকাশ্যে আসতেই চাপে পড়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন এটি বড় ধাক্কা হতে পারে আজকের এবং আগামী ম্যাচের জন্য। আবার কেউ কেউ মনে করছেন যে তিনি দ্রুতই মাঠে ফিরবেন । এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত তাঁকে মাঠে দেখা যাবে কিনা। তবে তাঁর ড্রেসিংরুম ফিরে যাওয়া কিছুটা হলেও, ধাক্কা দিয়েছে ভারতকে। প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া স্কোর ৩৪.৪ ওভারে ৪ উইকেটে ১৬৬।
টেস্ট জয়ের পর প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছে ভারতের। স্বাভাবিক ভাবেই 💮অনেকেই ভেবেছিলেন ওডিআই সিরিজের শুরুটা ভালো ভাবে করবে ভারতীয় মহিলা দল। কিন্তু কোথায় কী! হার দিয়ে সিরিজ শুরু করেছেন হরমনপ্রীতরা। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজকের এই ম্যাচ জিততেই হবে ভারতকে। সেই টার্গেট নিয়েই তারা মাঠে নেমেছেন।
উল্লেখ্য, প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্য✱াট করা সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান তোল🌳ে তারা। সর্বোচ্চ ৮২ রান করেন জেমিমা রড্রিগেস। এছাড়া পূজা বস্ত্রকার করে ৬২। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অ্যাশলে এবং জর্জিয়া । এছাড়া একটি করে উইকেট তোলেন ব্রাউন, মেগান শাট, আলানা কিং এবং অ্যানাবেল সাদারল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৮ রান করেন ফোব লিচফিল্ড। এছাড়া পেরি করেন ৭৫ এবং ম্যাকগ্রাথ করেন ৬৮। ভারতের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রেনুকা ঠাকুর সিং, স্নেহ রানা, পূজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা। ম্যাচের সেরা হন ফোব লিচফিল্ড।