মহিলা টি-২০ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের। অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে পরাজিত হয়ে সেমিফাইনালে যাওয়া হল না হরমনপ্ৰীত-শেফালিদের। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দু’দল। মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলার অপেক্ষা রাখে না সেখানে অধিকাংশ সমর্থক ভারতের। তাদের চিৎকারে নিজেদের মধ্যে কথা বলতে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার সোফি মোলিনিউ। তবেꦗ সেই দর্শকদের চুপ করিয়ে শেষ হাসি হাসে অজিরা। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। বল ভালোই করে ভারত। ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান করতেই সক্ষম হয় অস্ট্রেলিয়া। ৪১ বলে ৪০ করেন গ্রেস হ্যারিস এবং ৩২ রান করেন এলিস পেরি ও তালিয়া ম্যাকগ্রা।
কম রান হলেও এই পিচের জন্য যথেষ্ট কঠিন টার্গেট ছিল এটি। ভারত ব্যাট করতে নামলে শুরুটা খুব ভালো হয়নি। তবে লড়াই দেওয়ার মতো পরিস্থিতি তৈরী করেন অধিনায়ক হরমনপ্ৰীত এবং দীপ্তি। হরমনপ্রীত ৪৭ বলে ৫৪ করে রান আউট হন এবং দীপ্তিকে আউট করেন সোফি মোলিনিউ। এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপকে ভেঙে অস্ট্রেলিয়ার জয়ের পথ স🐭োজা করেন সোফি। এই কারণে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। সোফি বলেন, ‘এটা সত্যিই একটি ভালো ম্যাচ ছিল, ভারত কঠিন প্রতিপক্ষ। এটি একটি উচ্চমানের খেলা ছিল। পাশাপাশি খুব কাছাকাছি লড়াই ছিল। আমরা আমাদের স্নায়ুর চাপ ধরে রেখেছিলাম। আমরা শান্ত থাকতে চেয়েছিলাম এবং সমস্ত সিনিয়র খেলোয়াড়রা এগিয়ে গিয়ে🐽ছিলাম। যখন চাপ তৈরি হয়েছিল, তখনই আমরা বাউন্স ব্যাক করি’।
প্লেয়ার অফ দ্য ম্যাচ সোফি দর্শক নিয়ে বলেন, ‘বিশাল দর্শক উপস্থিত ছিল, তাদের গলার স্বর খুব জোরে ছিল। আমার মনে হয়েছিল ভারতের দিকে একতরফা সমর্থন ছিল আজকের ম্যাচে। আমরা নিজেদের মধ্যে স্থির করি জোরে কথা বলব এবং আমাদের অধিনায়কের দিকে লক্ষ্য রাখব’। অন্যদিকে এদিনের ম্যাচ প্রসঙ্গে সোফি বলেন, ‘ভারতের বিপক্ষে যেকোনও ম্যাচ আপনি ক্যালেন্ডারে কঠিন হিসেবে চিহ্নিত করতে পারেন। সব 𝄹চেয়ে মজার বিষয় আজকের ম্যাচে সবাই বলের লাইনে এসে চিপ ইন করার প্রয়াস করেছে’। উল্লেখ্য, সোফি এদিনের ম্যাচে ৪ ওভার বলে করেছেন। ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন দীপ্তি শর্মা এবং স্মৃতি মন্ধানাকে।
প্রসঙ্গত ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় হোম ফেভারিট ভারত। আমদাবাদে প্রায় এক লাখ দর্শককে নিস্তব্ধ করে ম্যাচ জেতান হেডরা। তারপরেই ভাইরাল হয়েছিল কামিন্সের সেই উক্তি, যেখানে🥀 তিনি বলছেন যে লক্ষাধিক দর্শককে চুপ করানোই ছিল চ্যালেঞ্জ। স൩োফির কথাতে সেই দুঃখ ফের নতুন করে চাগাড় দিয়ে উঠল ভারতীয় দর্শকদের।