বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। যদিও এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি সরকারি ভাব𒀰ে। তবে মনে করা হচ্ছে শীঘ্রই তা করে দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলি নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছ꧒ে। তবে তার আগে গুরুতর চোট পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পর রীতিমতো হইচই পড়ে যায় চারিদিকে। রাজনৈতিক মহল থেকে অন্যান্য মহল, সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করেন।
এমন পরিস্থিতিতে চিন্তায় পড়ে যান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ঘটনার কথা জানার পরই আক্রান্ত মুখ্যমন্ত্রীর খোঁজ নিলেন তিনি। যদিও এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস༺ দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ রয়েছেন দলের সঙ্গেই। তবে খবর পাওয়ার পরই তিনি বিন্দুমাত্র দেরি করেননি। সরাসরি ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর খোঁজ নেন। বাকিদের মতো তিনিও তৃণমূল সুপ্রিমোর দ্রুত সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার, অর্থাৎ ১৪ মার্চ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়ার খবর চমকিয়ে দেয় গোটা রাজনৈতিক মহলকে। তিনি যে গু🐭রুতর আহত হয়েছেন, তাঁর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া পℱ্লাটফর্মগুলিতে। এরপরই রাজনৈতিক মহল থেকে শুরু করে দলীয় কর্মী ও সমর্থকেরা তাঁর দ্রুত আরোগ্যের কামনা করেন কমেন্টের মাধ্যমে।
স্বাভাবিকভাবেই এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়তে একটুও সময় নেয়নি। দ্রুতই তা পৌঁছে যায় টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক🎐 সৌরভ গঙ্গোপাধ্যায়ের কানে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, তাই তিনি রীতিমতো চিন্তায় পড়ে যান এই খবর শুনে। এরপর বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর ফ🧸োনের মাধ্যমে মুখ্যমন্ত্রী খোঁজ নেন এবং বাকিদের মতো তিনিও কামনা করেন যেন দেশের বড় নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী দ্রুত রাজনীতির ময়দানে ফিরে আসেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই পড়ে যান বলে খবর এবং এর পরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত তাঁকে নিয়ে আসেন এসএসকেএম হাসপ😼াতালে। প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ🎐 নিউরোসাইন্স। সেখানে সিটি-স্ক্যান ও এমআরআই হবে বলে খবর। এবার দেখার বিষয়, যে কত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে প্রচারে নামেন।