টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি সহজে জিতে নিল প্রোটিয়ারা। এক ইনিংস ও ৩২ রানে ম্যাচ পকেটে তুলে নিল তারা। তৃতীয় দিন শেষ হওয়ার আগেই চোখের নিমেষে উড়িয়ে দিল ভারতের ব্যাটিং ও বোলিং বিভাগকে। সৌজন্যে ডিন এলগারের দুর্দান্ত ব্যাটিং এবং নান্দ্রে বার্গারের বিধ্বংসী বোলিং। জয় দিয়ে শুরু করায় স্বাভাবিক ভাবেই খুশি প্রোটিয়া শিবির। তবে এর মাঝে ভারতীয় ধার⛄াভাষ্যকারী হর্ষ ভোগলেকে একহাত নিলেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড। এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে এই জয় হার্শ ভোগলেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে দক্ষিণ আফ্রিকার মধ্যে ক্ষমতা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে প্রতিভাশালী ক্রিকেটার তৈরি করার।
বৃহস্পতিবার, অর্থাৎ ২৮ ডিসেম্বর ছিল ম্যাচের তৃতীয় দিন। এদিন বড় ব্যবধানের লিড নিয়ে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে লিড টপকাতে নেমে মুহূর্তে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। দক্ষিণ আফ্রিক✤ার পেসারদের দাপটের সামনে আত্মসমর্পণ করে ভারতের ব্যাটাররা। এই জয় যেমন একদিকে আত্মবিশ্বাস তুঙ্গে করেছে দক্ষিণ আফ্রিকা শিবিরের, তেমনি প্রমাণ করেছে প্রভাবশালী ক্রিকেটার তৈরি ঘিরে দক্ষিণ আফ্রিকার দক্ষতার। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ঠিক এমনটাই বলেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড।
তিনি বলেন, 'আমার মনে হচ্ছে হার্শ ভোগলেই বলেছিলেন যে আমাদের মধ্যে ক্ষমতা নেই আগামী দিনের জন্য বড় মাপের ক্রিকেটার তৈরি করার। তবে আজ আমরা সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। নিজেদের দলের ক্রিকেটারদের থেকে আমরা বাইরের দলের ক্রিকেটারদের বেশি প্রশংসা করি, তাই আমি মনে করি এবার সময় এসে গিয়েছে নিজেদের দলের ক্রিকেটারদের সুনাম করে ওদেরকে আরো চাঙ্গা করে তো♑লা।'
পাশাপাশি, এদিন তিনি প্রশংসা করেন ডিন এলগারের 🎶এবং জানান যে আগামীদিনে তাঁর পরিবর্তে কাকে জায়গা দেওয়া হবে দলে সেই নিয়ে আলোচনা🔯য় বসবে দল। তিনি বলেন, 'ডিন একজন দুর্দান্ত ক্রিকেটার। তবে ওর পরিবর্তে কাকে জায়গা দেওয়া হবে দলে, সেই নিয়ে আমরা শীঘ্রই আলোচনায় বসব এবং অনেক কিছু মাথায় রেখেই সেটা করতে হবে। ও সত্যিই ম্যাচের সেরা হওয়ার যোগ্য। গ্রেম স্মিথের পর ডিন এলগারের রেকর্ডই সবচেয়ে ভালো।'