শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল মরশুম তো বটেই, ১৭ টি মরশুমের মধ্যে এক বাক্যে অন্যতম উত্তেজক ম্যাচের সাক্ষী থাকলেন ক্রিকেট সমর্থকেরা। শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 🤪মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই যেন রানের সুনামি উঠল। রানের স্রোতে যেন ভেঙে গেল বোলারদের তৈরি বাঁধ। দুই দলের ব্যাটাররাই ব্যাট করলেন আগুনে মেজাজে। আর দিন শেষে সমর্থকেরা সাক্ষী থাকল টানটান উত্তেজনার। রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ী হয়েছে হায়দরাবাদ দল। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাটার অভিষেক শর্মার। একটি অনবদ্য মারকুটে ইনিংস খেলেছেন তিনি। দিনের শেষে ম্যাচের সেরাও হয়েছেন অভিষেক। ম্যাচ সেরা হয়েই অভিষেক জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের মরশুম আত্মবিশ্বাস জুগিয়েছে তাঁকে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, ব্যাটারদের কাজ হল মাঠে নেমে নিজেদেরকে মেলে ধরা।
ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন অভিষেক। মারকাটারি ইনিংস উপহাꦕর দিয়েছেন তিনি। পাশাপাশি শ্রেয়স আইয়ার, ইশান কিষানরা যখন ঘরোয়া ক্রিকেট না খেলার একটা প্রবণতা দেখিয়েছেন, সেই সময়ে তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটের উপযোগিতাকেও তুলে ধরেছেন। দিন শেষে তাঁর অনবদ্য ইনিংসের🐽 জন্য ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এর পরেই অভিষেক বলেছেন, ‘আমি এর আগেও যে সাক্ষাৎকার দিয়েছি, তাতে বলেছি যে, ঘরোয়া ক্রিকেট খেললে আমরা কতটা বেশি আত্মবিশ্বাস পাই। সেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি। ব্যাটারদের জন্য বার্তা ছিল খুব সহজ, সরল। আর তা হল মাঠে নামো এবং নিজেদেরকে মেলে ধরো। আমি ঠিক সেই কাজটাই করার চেষ্টা করেছি।আমার পরিকল্পনাই ছিল প্রথম থেকে আক্রমণ করা। হেডের (ট্র্যাভিস) সঙ্গে ব্যাটিং করাটা আমি খুব উপভোগ করেছি।’
আরও পড়ুন: শিবমকে নিজের হ꧃াতে তৈরি করেছেন ধোনি, দাবি CSK অধিন🗹ায়কের
তিনি আরও যোগ করেছেন, ‘হেড আমার অন্যতম ফেভারিট একজন ক্রিকেটার। আমার অন্যতম ফেভারিট ব্যাটার। আমি ওকে শ্রদ্ধা করি। আমাকে ও বলেছিল, বল যদি আমার জোনে থাকে, তাহলে চালিয়ে খেলতে। আমি সেটাই করেছি। আমি যে সুযোগগুলো পেয়েছি, তাতে আমি খুশি। কোন পজিশনে আমি ব্যাট করছি, আমার কাছে আলাদা ভাবে তার গুরুত্ব নেই। ম্যাচের আগের দিন রাতে আমার সঙ্গে ব্রায়ান লারার কথা হয়েছে। যা আমাকে খুব সাহায্য করেছে। আমি অনুশীলনে কিন্তু ব্যাটিংয়ের থেকে বোলিংটাই বেশি করি। বল হাতেও আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’ উল্লেখ্য, এদিনের ম্যাচে মাত্⛎র ২৩ বলে ৬৩ রান করেছেন অভিষেক। তাঁর ইনিংস সাজিয়েছেন তিনটি চার এবং সাতটি ছয়ে। দিন শেষে হাই স্কোরিং ম্যাচে সানরাইজ🦂ার্স হায়দরাবাদ ৩১ রানের ব্যবধানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলকে।