আইসিসি চ্যাম্পিনয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনিꩵতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে চাপের মধ্যে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই দাবি করা হয়েছিল, পাকিস্তানে নিরাপত꧋্তাজনিত কারণে তাঁরা খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই জট এখনও কাটেনি।
পাকিস্তান শাহিনস-শ্রীলঙ্কা এ দলের ম্যাচ বাতিল-
পাকিস্তানে শ্রীলঙ্কা এ দলের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের ইসলামাবাদে রাজনৈতিক উত্তেজনার কারণে সেখানে খেলা সম্ভব হচ্ছে না। ফলে পাকিস্তানের শ্রীলঙ্♛কার এ দলের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা এমনই একটা সময় ঘটল যখন ইতিমধ্যেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে রাজি হচ্ছে না।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজেౠ বিরাট
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বিরাটরা যেতে পারবেন না-
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের সিমানায় ঢুকতে বিরাট কোহলিদের অনুমতি দেয়নি বিসিসিআই। ইতিমধ্যেই জানা গেছে , আইসিসি ২৯ নভেম্বর বৈঠকে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য। সেদিনই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফꦑির শিডিউল ঘোষ🐻ণা করে দিতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানে ভারতের ম্যাচ দেওয়া হবে না।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি⭕ বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
শেষ দুই ম্যাচ হত রাওয়ালপিন্ডিতে-
পাকিস্তান ক্রিকেট বোর্ডর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই শেষ দুটি ৫০ ওভারের ম্যাচ পাকিস্তান শাহিনস এবং শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়🐷। দেশের রাজধানীতে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত নেয় পিসিবি। বুধবার এবং শুক্রবার এই দুটি ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে।
Video- বিরাট কোহল💃ির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে 🏅গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
ভারতের হাতে অস্ত্র দিল পাকিস্তান!
এই দুটি ম্যাচ বাতিল হওয়ায় বিসিসিআইয়ের হাতেও অস্ত্র উঠে এল। তাঁরাও আরও একবার দাবি করতে পারবে, পাকিস্তানে নিরাপত্𒆙তাজনিত যে উদ্বেগ তাঁরা প্রকাশ করেছিলেন, সেটি যথেষ্টই যুক্তিযুক্ত এবং তাঁর যথেষ্ট কারণও রয়েছে। সেটা পাকিস্তান শাহিনের বিরুদ্ধে শ্রীলঙ্কার এ দলের সিরিজের শেষ দুই ম্যাচ বাতিলেই প্রমাণিত হয়ে গেল।