শুভব্রত মুখার্জি:- মাঠ এবং মাঠের বাইরে বেশ জনপ্রিয় চরিত্র ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার জিওফ্রে বয়কট। খেলা ছেড়েছেন দীর্ঘদিন হল।এরপর ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করছিলেন তিনি। নিজ🔯ের গলা ও বলার স্টাইল দিয়ে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই সময়েই তাঁর জীবনে ঘটে যায় এক দুর্ভাগ্যজনক ঘটনা। তাঁর গলায় ক্যান্সার ধরা পড়ে।
দীর্ঘদিন ধরে সেই চিকিৎসা চলছিল। ফলে বেশ কয়েক বছর ধারাভাষ্যও দিতে দেখা যায়নি তাঁকে। গলায় বড়সড় একটি টিউমার ধরা পড়ে তাঁর। ডাক্তাররা তাঁকে এই টিউমার অস্ত্রোপচারের উপদেশ দেন। তাঁর শরীর, স্বাস্থ্য পরীক্ষা করার পরে আজ অর্থাৎ বৃহস্পতিবার তাঁর গলাতে অপারেশন হয়েছে। অপারেশন সফল হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর গলা থেকে টিউমারটি সম্পূর্ণভাবে সরানো সম্ভব হয়েছে বলে জানা গিয়𓃲েছে।
আরও পড়ুন… মাত্র ১৬ বছর বয়সে সেঞ্চুরি! বিশ্ব ক্রিকেটকে চমকে দিলেন অ্যান্ড্রু ফ্লিনটফের𝓀 ছেলে রকি
স্যার জিওফ্রে বয়কটের কন্যা এম্মা বয়কট জানিয়েছেন গলা থেকে টিউমারটি সরানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং পুরো টিউমারটি বের করা সম্ভব হয়েছে। এই কারণে ২০২২ সালেও সমস্যায় পড়তে হয়েছিল জিওফ্রে বয়কটকে।𓂃 সেবারও তাঁর গলাতেই একটি টিউমার হয়। যা পরবর্তীতে জানা যায় ক্ꦚযান্সার। ফলে তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হয়েছে। এই মুহূর্তে ৮৩ বছর বয়স বয়কটের। চলতি বছরের মে মাসে তাঁর ডাক্তাররা তাঁকে জানান তাঁর ক্যান্সার ফের ফিরে এসেছে। তাঁকে অপারেশন করাতে হবে না হলে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। এরপর সমস্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে তাঁর অপারেশন শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন… KK𒐪R-এর সাজঘরে মানসিকতা বদলে দিয়েছেন গম্ভীর- ভারতীয় দলে জায়গা পেয়ে হর্ষিতের অকপট স্বীকারোক্তি
এম্মা জানিয়েছেন, ‘সবার অবগতির জন্য বলছি আমার বাবা জিওফ্রেꦛর সফল অস্ত্রোপচার হয়েছে। আজকে বিকেলেই তাঁর গলাতে তিন ঘণ্টার সার্জারি হয়েছে। তারপরেই তাঁর গলা থেকে ক্যান্সার যুক্ত টিউমারটিকে সরানো সম্ভব হয়েছে। আমার সঙ্গে বাবার এখনও দেখা হয়নি। আমাকে তাঁর ডাক্তাররা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে। ডাক্তারদের তরফে আমাকে বাবার স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দিতে বলা হয়।’
আরও পড়ুন… ভিডিয়ো: বিশেষ বুট পরে ইন্টার মায়ামির ম্যাꩵচে লিওনেল মেসি! চোট নিয়েই দলের জয় দেখলেন LM10
উল্লেখ্য বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এই আপডেটটি দিয়েছেন এম্মা। উল্লেখ্য ১৯৬৪ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল স্যার জিওফ্রে বয়কটের। ১৯৮২ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে একশোটি শতরাꦆন করার নজির রয়েছে তাঁর। ১০৮ টি টেস্ট খেলে দেশের হয়ে কর🅠েছেন ৮০০০'র ও বেশি রান। তাঁর ব্যাটিং গড় প্রায় ৪৮। ঘটনাচক্রে বয়কটের গলাতে গত মাসেই এমআরআই, সিটি স্ক্যান এবং পেট স্ক্যান করা হয়েছিল। তাঁর পরেই তাঁর গলাতে ওই টিউমারটি ধরা পড়ে।