পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান ইংল্যান্ড সফরে ক্রমাগত বাজে পারফরম্যান্সের পর অনেক সমালোচিত হয়েছিলেন। তিনি শুধু ব্যাট হাতেই ফ্লপ হননি, উইকেট কিপিংয়েও অনেক ভুল করেছেন আজম খান। এমন পরিস্থিতিতে তাঁর ফিটনেস নিয়েও উঠছে বড় প্রশ্ন। এই সমস্ত সমালোচনার মধ্যে, টি-টোয়েন্টি বি🐻শ্বকাপে অভিষেকের জন্য তিনি সঠিক মানসিক অবস্থায় থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এর মাঝেই আজম খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
আরও পড়ুন… Tꦆ20 WC 2024-এর অভিযান শুর💦ুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি NZ- চিন্তায় কিউয়ি তারকা স্যান্টনার
আজম খানকে নিয়ে কী বললেন শাহিদ আফ্রিদি-
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নির্বাচিত হয়েছেন আজম খান। বাবর আজমের নেতৃত্বাধীন এই দলটি আগামী ৬ জুন আমেরিকার বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে। এই মেগা 𝓡ইভেন্টের আগে আজম খানকে নিয়ে একটি বড় বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেছেন যে আজম খানের ফিটনেস বিবেচনা করে নির্বাচনের কথাই ছেড়ে দিন, তিনি তাঁকে দলের ধারে কাছেও ♋আসতে দিতেন না।
আরও পড়ুন… IPL 2024-এর পরে বড় পদক্ষেপ নিলেন রাহানে, এব🐷ার লেস্টারশায়ারের জার্সিඣ পরে মাঠে নামবেন অজিঙ্কা
কী কারণে আজম খানকে পাকিস্তান দলে জায়গা দেবেন না আফ্রিদি-
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় শাহিদ আফ্রিদি বলেন, ‘ফিটনেস নিয়ে আজম খানকে আমি কখনই দলের কাছাকাছি আসতে দেব না।’ তিনি আরও বলেন, ‘আমিও তꦚার প্রশংসা করি। সে শক্তিশালী এবং বড় হিট মারতে পারেন, তাঁর ব্যাটিং অসাধারণ। যতদূর ‘কিপিং’-এর কথা বলা যায়, তিনি ইংলিশ কন্ডিশনে বল বহন করতে পারেন, কিন্তু আপনি যখন ওয়েস্ট ইন্ডিজে যান, তখন ছবিটা বদলে যায়। এখানে বল ক্যারি করা সহজ নয়। এখানে বল খুব উঁচুতে আসবেন না, এটি নীচের দিকে থাকে... তাই আপনাকে আপনার শরীরকে নীচে রাখতে হবে।’
আজম খানের সমস্যাটা কোথায় হবে-
আজম খানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে বল নীচের দিকে যাওয়ার কারণে তাঁকে সমস্যার সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে।’ প্রাক্💛তন অধিনায়ক বলেছেন, ‘এই ফিটনেস এবং স্পিনারের সামনে উইকেট কিপিং করা... আমার মনে হয় সে সংগ্রাম করবে। বল যদি নীচে থাকে, তাহলে আপনাকে ঝুঁকে থাকতে হবে। আমি শুধু প্রার্থনা করতে পারি।’
আরও পড়ুন… IPL 2024 চ্য়াম্পিয়ন হওয়ার পরেই জীবনের নতুন ইনিংস শুরু 🌊করলেন KKR-এর তারকা ভেঙ্কটেওশ আইয়ার
শাহিদ আফ্রিদির এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। সকলের মন্তব্য যেই বিষয়টা শাহিদ আফ্রিদি দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন সেটা কি পাকিস্তান দল꧙ের নির্বাচকরা বুঝতে পারছেন না। সত্যি কি আজম খান এই মুহূর্তে পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য। এই অবস্থায় সকলেই আজম খানের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবেন।