শুভব্রত মুখার্জি: ২৯ জুন বার্বাডোজে চলতি টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে অনায়াসে জয়ের মধ্যে দিয়ে সেই ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা দল। তবে তাদের প্রথম আইসিসি ইভেন্𒅌টের ফাইনালে নামার আগে চরম ভোগান্তি, হয়রানির শিকার হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, কোচিং স্টাফ,পরিবারের লোকজন সহ গোটা দল। বাদ পড়লেন না আইসিসির ম্যাচ অফিসিয়ালরাও। ফাইনালের ভেন্যু বার্বাডোজের এয়ারপোর্টের রানওয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকার ফলে বাড়ে যন্ত্রণা। একটি ছোট্ট এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের সময়ে তার চাকা পিছলে যায়। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার জেরে রানওয়ে পরীক্ষা এবং মেনটেনেন্সের জন্য দীর্ঘক্ষণ বন্ধ থাকে বার্বাডোজ এয়ারপোর্ট। ফলে দীর্ঘক্ষণ বিমান ওঠানামা করতে পারেনি। আর সেই কারণেই চরম ভোগান্তির শিকার হতে হয়ে আইসিসির ম্যাচ অ𓄧ফিসিয়াল সহ গোটা দক্ষিণ আফ্রিকা দলকে।
প্রায় ছয় ঘন্টার বিলম্বের সম্মুখীন হতে হয়েছে তাদের। টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল লজিস্টিক। যা বেশিরভাগ সময়েই সমস্যার সৃষ্টি করেছে। ফের একবার ফাইনালের আগে লজিস্টিক সমস্যায় পড়ল টি-২০ বিꦿশ্বকাপ। বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামাস এয়ারপোর্টও খুব বড় এয়ারপোর্ট নয়। সেখানে টানা বিমান ওঠানামা বন্ধের কারণে বিমানবন্দরে বেশ ভিড় জমে যায়। ফলে ত্রিনিদাদ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে হয় দক্ষিণ আফ্রিকার গোটা দল সহ আইসিসির ম্যাচ আধিকারিকদের। ত্রিনিদাদ থেকে ছাড়ার কয়েক মুহূর্ত আগে বিমানের পাইলট জানতে পারেন বার্বাডোজে বন্ধ রয়েছে এয়ারপোর্ট রানওয়ে। ফলে বিমানের উড়ান তৎকালীন স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন: ভিডিয়ো- মুখ চুন করে বস𓆏েছিলেন কোহলি🍎, এল দ্রাবিড়ের সান্ত্বনার হাত, চোখ ভিজল নেটপাড়ার
ত্রিনিদাদ বিমানবন্দরের যাত্রীদের জানান হয়, বিকেল ৪:৩০ মিনিটে বিমান ছাড়ার সম্ভাব্য সময়। সমস্ত বোর্ড করা প্যাসেঞ্জারদের ফের টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এই ঘটনা এই বিশ্বকাপে নতুন নয়। এর আগে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক যেতে গিয়েও সমস্যা🐭য় পড়েছিল শ্রীলঙ্কা দল। গোটা রাত তাদের এয়ারপোর্টে কাটাতে হয়েছিল। আফগানিস্তানের সুপার এইটের ম্যাচ লজিস্টিকসের সমস্যার কারণে দেরি করে শুরু করতে হয়েছিল। প্রসঙ্গত ১৮ বারের চেষ্টাতে এই প্রথম কোনও আইসিসি আয়োজিত ট্রফির ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ দিনের চোকার্স তকমা হটিয়ে তারা প্রথম🔯 বার আইসিসির কোন ট্রফিতে ফাইনালে খেলবে। তবে ফাইনাল খেলতে নামার আগেই তাদের হতে হল চরম হয়রানির শিকার।