রোহিত শর্মা মাঝে মাঝেই হাসিঠাট্টা করে থাকেন। কখনও দলের প্লেয়ারদের সঙ্গে, কখনও আবার সাংবাদিক সম্মেলনে। এমন কী মাঠের মধ্যেও খেলা চলাকালীন তাঁর নানা মজাদার মন্তব্য স্টাম্প মাইকের মাধ্যমে ভাইরাল হলে, তা ফোয়ারা ছোটায়। সম্প্রতি সতীর্থ কুলদীপ যাদবকে নিয়ে তিনি মজা করতে গিয়ে, সকলকে হাসিয়ে ছেড়েছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রচারমূলক শুটের সময়ে একটি বিশেষ উপস্থাপনা ছিল। এবং কুলদীপকে আইসিসি ওডিআই দলের সেরা ক্যাপ উপ🌱হার দিতে বলা হয়েছিল রোহিতকে। রোহিত আনন্দ🌊ের সঙ্গে রাজিও হয়ে যান। এবং এর পর যা ঘটেছিল, তা কমেডি সিনেমার চেয়েও মজাদার।
আরও পড়ুন: কবে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি? মিস করতে পারেন বাংলাদেশের বিরুদ্෴ধে প্রস্তুতি ম্যাচ- রিপোর্ট
ঘটনাটি কী?
ভারতের তারকা ✨স্পিনারের হাতে ক্যাপটি তুলে দেন রোহিত। তার পর বলেন, ‘একজন দুর্দান্ত ক্রীড়াবিদকে এই দুর্দান্ত ক্যাপটি উপহার দিতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে এবং যিনি টিম ইন্ডিয়া, আইসিসি ওডিআই টিম অফ দ্য ইয়ার হয়েছেন, সেই কুলদীপ আমাদের জন্য সত্যিকারের সম্পদ হয়ে উঠেছেন।’
লাজুক হেসে কুলদীপও বলেন ‘ধন্যবাদ, রোহিত ভাই।’ কুলদীপের লাজুক আচরণ দেখে রোহিত জিজ্ঞেস করেন, ‘তুমি কি কিছু বলতে চাও?’ প্রথমে রাজি হননি🌃 কুলদীপ। তখন রোহিত তাঁকে জোর দিয়ে বলেন, ‘তোমার কিছু বলা উচিত।’ অধিনায়ক জো෴র করায় কুলদীপ বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। মানে গত বছর ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই আমার একটি দুর্দান্ত মরশুম ছিল।’
আরও পড়ুন: বেড়েছে দল, বদলেছে নিয়ম, 2024 T20 World Cup কী ফর্♏ম্যাটে খেলা হবে? জানুন বিস্তারিত
রোহিতের প্রশ্ন ভ্যাবাচ্যাকা কুলদীপ
রোহিত তখন চমকে উঠে জিজ্ঞেস করেন, ‘ব্যাট?’ কুলদীপ থতমত খেয়ে বলেন, ‘হ্যাঁ।’ রোহিত আবার জিজ্ঞেস করল, ‘কবে?’ তোতলাতে শুরু করেন কুলদীপ, ‘মানে, মানে।’ রﷺোহিত পালটা চেপে ধরে জানতে চান, ‘মানে, কখন?’ কুলদীপ রাখঢাক না করে বলে দেন, ‘টেস্ট সিরিজে।’ রোহিতও ছাড়বার পাত্র নন, তিনি জানিয়ে দেন, 🔥‘এটা ওডিআই।’
নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে, কুলদীপ বলেন, ‘তবে আমি ব্যাট দিয়েও পারফর্ম করেছি, আর গত বছর বিশ্বকাপের সময়েও আমি বল হাতে সত্যিই ভালো করেছিলাম।’ রোহিত তখন হাসতে হাসতে জবাব দেন, ‘আমি এই ♌দলের অধিনায়ক। আমি ওকে কখনও ღব্যাট করতে দেখিনি। তাই, আমি জানি না ও কী নিয়ে কথা বলছে।’ মুচকি হেসে কুলদীপ বলেন, ‘ধন্যবাদ, রোহিত ভাই।’ এই ভিডিয়টি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। কুলদীপকে মোটামুটি বাকরুদ্ধ করে ছেড়েছেন রোহিত।
🔜ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন তাদের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। বাকি দু'টি ম্যাচ যথাক্রমে আমেরিকা (১২ জুন) এবং কানাডা🍸র (১৫ জুন) বিরুদ্ধে।