টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ আইসিসি কি টিম ইন্ডিয়াকে বাড়তি♓ সুযোগ দিচ্ছে? দলের নাম না করে রোহিত অ্যান্ড কোম্পানি ও আইসিসি-কে একহাত নিলেন চেন্নাই সুপার💎 কিংসের তারকা স্পিনার মাহিশ থিকশানা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সূচি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহিশ থিকশানা।
এমনটা মানতে পারছেন না মাহিশ থিকশানা-
আসলে ট🐲ি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ প💯্রত্যেক দলের মতোই নিজেদের গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আর এই চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি আলাদা ভেন্যুতে। এদিকে ভারতীয় দল তাদের গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলবে একটিই ভেন্যুতে অন্য একটি মাত্র ম্যাচ খেলবে আলাদা মাঠে। এ দিকে ভারতীয় দল তাদের প্রস্তুতি ম্যাচটা এমন মাঠে খেলেছে যেখানে তারা তাদের গ্রুপ লিগের বেশি সংখ্যক ম্যাচটাই খেলবে। এই সব বিষয় নিয়ে কারোর নাম না করে একাধিক প্রশ্ন তুলে মাহিশ থিকশানা।
আরও পড়ুন… IND vs IRE: চার অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামাবে ভারত🅰? রোহিত কি টিম কম্বিনেশনে কোনও চমক দেবেন?
ভারতীয় দলের নাম না করেই মাহিশ থিকশানার অভিযোগ-
চেন্নাই সুপার কিংসের স্পিনার মহিশা থ🥂িকশানা যে সত্যটি তুলে ধরেছেন তাতে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কাকে তাদের গ্রুপ ডি গেমগুলি বিভিন্ন ভেন্যুতে খেলতে হবে, যখন ভারত একই স্টেডিয়ামে তাদের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচ খেলবে। ফলে তারা খেলার মাঝে অনেকটাই আরাম পাবে, যেটা পরোক্ষভাবে উল্লেখ করে। আসলে ৩ জুন টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা পরাজিত হওয়া𒈔র পরে এমন প্রতিক্রিয়া দিয়েছেন মহিশা থিকশানা।
কী বললেন মাহিশ থিকশানা-
মহিশা থিকশানা বলেন, ‘যে দলগুলো খেলছে একই ভেন্যুতে তাদের প্রস্তুতি ম্যাচ খেলছে এবংꦜ গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলছে, অবশ্য আমি তাদের নাম বলতে পারব না (টিম ইন্ডিয়া), তারা কিছুটা হলেও সুবিধা পাবে। কন্ডিশন কেমন আগে থেকেই জানবে কারণ তারা একই ভেন্যুতে অনুশীলন ম্যাচ খেলছে। কেউ সেটা করতে পারেনি। আজ আমরা খেলছি তখন আমাদের ম্য়ানেজমেন্ট আজকের ফ্লাইট ঠিক করছে কারণ আমাদের সবকিছু গুছিয়ে নিতে হবে। কারণ পরের ম্যাচ খেলতে আমাদের এখান থেকে অন্য কোথাও যেতে হবে।’
আরও পড়ুন… আমি দ্রাবিড়কে কোচ হিস⭕েবে থেকে যাওয়ꦍার জন্য অনেক বুঝিয়েছিলাম- রোহিতের কথাও শুনলেন না রাহুল
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম তিনটি গ্রুপ এ খেলার পাশাপাশি একই স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রাথমিক অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল রোহিত শর্মার দল। এই বিষয়ে মহিশা থিকশানা বলেন, ‘আমরা ফ্লোরিডায় অনুশীলন গেম খেলেছি, এবং আমাদের তৃতীয় খেলাটি ফ্লোরিডায়। আমি মনে ⛦করি কিছু জিনিস আছে যা নিয়ে সকলের পরের বছর ﷽একটু ভাবা দরকার ও পুনর্বিবেচনা করা প্রয়োজন। কারণ আমি জানি যে এই বছর কিছুই পরিবর্তন যাবে না।’
কী বলেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা-
টি টো🌱য়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কা দল ৭৭ রানে অলআউট হয়ে যায়। যে লক্ষ্য দক্ষিণ আফ্রিকা মাত্র ১৬.২ ওভারে তুলে দেয়। ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা সতীর্থ মহিশা থিকশানার অনুভূতির প্রতিধ্বনি করেছিলেন। ম্যাচ হেরে হাসারাঙ্গা বলেছিলেন, ‘চারটি ভেন্যুতে চারটি ম্যাচ। এটা কঠিন। (আমাদের তৃতীয় খেলা) ফ্লোরিডায়, যেখানে আমরা দুটি ম্যাচ খেলেছি। এটাই আমাদের একমাত্র ইতিবাচক দিক।’
শ্রীলঙ্কার ভারী পরাজয় তাদের নেট রান রেটকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। আরেকটি হারের মুখোমুখি হলেই শ্রীলঙ্কা সুপার এইটে ไযাওয়াটাই কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কাকে ধাক্কা দেওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগামী ৮ জুন ডালাসে বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা।