টি২০ বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবারই (৪ জুলাই) দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। তার পর থেকে তাদের একগুচ্ছ কর্মসূচি। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখার করার পর, মুম্বইয়ে এসে বিজয়-উৎসবে সামিল হওয়া, তার পর ওয়াংখেড়েতে সংবর্ধনা। এত সবের মাঝেও দলের প্লেয়ারদের মধ্যে কোনও ক্লান্তি নেই। ওয়াংখেড়ে পৌঁছে নাচের তালে মাতলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
আরও পড়ুন: ইয়ে মুম্বই হ্যায় মেরি জ🎶ান! ১৩ বছর পর শাপমুক্তি, আবেগে ভাসল ম্যাক্সিমাম সিটি
ভারতীয় দল মুম্বই বিমানমন্দরে নামার পর, সেখান থেকে নরিম্যান পয়েন্ট এসে পৌঁছেছিল এমনি একটি লাক্সারি বাসে করে। এর পর একটি হুডখোলা বাসে চড়ে মেরিন ড্রাইভ দিয়ে বিজয় প্যারেড করে রাত ৯টা নাগাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছয় পুরো টিম। সেখানে ট্রফি নিয়ে মাঠ ঘোরার সময়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ‘চক দ🍰ে ইন্ডিয়া’ গানের সঙ্গে নাচতে দেখা যায়। দুই তারকার সঙ্গে যোগ দেন পুরো টিমই। ওয়াংখেড়ে 🧜জুড়ে তখন শুধুই আবেগের বিস্ফোরণ।
বৃহস্পতিবার ১৬ ঘণ্টা বিমান যাত্রার পর দিল্লিতে পৌঁছান ক্রিকেটারেরা। তারও ১৩ ঘণ্টা পর রোহিতরা পৌঁছান মুম্বইতে। দিল্লির হোটেলে যে ক্রিকেটারদের কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল, তাঁদেরই মুম্বইয়ে হুডখোলা বাসে বেশ চনমনে লেগেছে। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন তাঁদের প্রতি মানুষের ভালোবাসা𒀰। সেটাই হয়তো 💙টিম ইন্ডিয়ার প্লেয়ারদের চনমনে করে দিয়েছে।
আরও পড়ুন: দ্রাবিড়ে🏅র জায়গায় ভারতের নতুন হেড কো🔜চ নিয়োগ কবে, গুরুত্বপূর্ণ আপডেট দিলেন জয় শাহ
ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু'টি ইঞ্জিন বিমানের দু'দিকে দাঁড়িয়ে এই ও🧜য়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ♛ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থা।
আরও পড়ুন: T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরেরꦑ রহস্য উস্কে দিলে🌱ন রোহিত
তবে বৃষ্টির জেরে র্যালি শুরু করতে কিছুটা দেরি হয়। তবে তাতে জনস্রোত আর আবেগের কোনও ভাঁটা পড়েনি। আরব সাগরের তীরের জনজোয়ারে অবশ্য রোহিত-বিরাটদের হুডখোলা বাস খুব ধীর গতিতে এসে পৌঁছয় ওয়াংখেড়েতে। এদিন মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত টিম ইন্ডিয়ার জন্য ভিকট্রি প্যারেডের আয়োজন করা হয়েছিল। প্রায় ২ কিমি পথ পরিক্রমা করে ভারতীয় দল। মেরিন ড্রাইভ জুড়ে তিল ধারণের জায়গা ছিল 🔜না। আসলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা সাক্ষী থাকতে চেয়েছিলেন, রো-কো জুটির ট্রফি নিয়ে সেলিব্রেশনের।
২০১১ সালে এই ওয়াংখেড়েতেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। আর এদিন ধোনির দলের বিশ্বজয়ের মাঠে রোহিতের দলের সংবর্ধনাไয় যেন পূর্ণ হল একটি বৃত্ত।