আইপিএলের প্লে অফে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্স। গত দুবছর চূড়ান্ত ব্যর্থ হয়েছিল কলকাতা। শেষ করেছিল সপ্তম স্থানে। অথচ তাঁরা ছিল ২০২১ সালের ফাইনালিস্ট। অবশেষে মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছে কেকেআর শিবির। নারিন গত ম্যাচে রান না পেলেও বল হাতে নজর কেড়েছেন, গৌতির হাত ধরে নিজেকে নতুন করে প্রমাণ করছেন তিনিও। এবারের আইপিএলের প্রথম দল হিসেবে তাঁরাই পৌঁছে গেছে প্লে অফে। স্বভাবতই খুশি নাইট টিম ম্যানেজমেন্ট। আরও খুশি কারণ অবশ্যই, মুম্বই ইন্ডিয়ান্সকে এবারের আইপিএলে জোড়া পর্বেই হারিয়েছে কলকাতা, যাদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড খুব একটাও ভালো নয় নাইটদের। এছাড়ꦗা ইডেনে শনিবার বৃষ্টি বিঘ্নিত ১৬ ওভারের ম্যাচে নাইট রাইডার্স খুব বড় রান তুলতে পারেনি, কিন্তু বোলাররা সেই রানও ডিফেন্ড করে দেওয়ায় বেজায় স্বস্তিতে রয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার নাইটদের সাফল্যের রয়াসনই জানালেন আইপিཧএলের বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকারের কাজে ব্যস্ত থাকা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু।
আরও পড়ুন-T20 World Cup-এ বিরাট কোহলির ওপেন করা উচিত,রোহিতদের বড়ꦅ বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের
১৬ ওভারের ম্যাচে ১৫৭ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচও তাঁরা জিতেছে ১৮ রানে। অর্থাৎ হিসেব করে দেখা গেলে ১৬ ওভারে তাঁরা দিয়েছে ১৩৯ র♎ান। গড়ে প্রতি ওভারে ৯ রানেরও কম। অথচ এই দলেই রয়েছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মার মতো পিঞ্চ হিটাররা। স্পিন অস্ত্রে মূলত কামাল দেখালেও রাসেলরাও খারাপ বোলিং করেননি। এই বিষয়টাই ত꧙ুলে ধরছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু।
আরও পড়ুন-EPL- জমজমাট প্রিমিয়র লিগ, ট্রফির আরও কাছে সিটি, ঘাড়ে নিঃশ্বাস আর্সেনাল🌠েরও
প্রাক্তন জাতীয় ক্রিকেটার সিধু, এবারের আইপিএলে কেকেআরের সাফল্যের কারণ হিসেবে বলছেন, ‘ নাইট রাইডার্সে ভালো অধিনায়ক রয়েছে। কলকাতা দলের দায়িত্ব একজন ভালো মেন্টর রয়েছে। শুধু কলকাতা নাইট রাইডার্স দলেরই পাঁচজন এমন বোলার রয়েছে, যারা এবারের আইপিএলে ১০টির বেশি উইকেট নিয়ে ফেলেছে। আরেকজন বোলার 🍷৯টি উইকেট নিয়েছে। আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নাইট রাইডার্সের সুনীল নারিন। প্রত্যেকটা ক্রিকেটার ফর্মে রয়েছে, আর কি চাও। সেই জন্যেই তাঁরা এমন ভালো পারফরমেন্স করছে’।
আরও পড়ুন-IPL-এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পা ছু👍ঁয়ে প্রণামের জের, গারদে ঠাই ক্রিকেটভক্তের
কলকাতা নাইট রাইড☂ার্সের বরুণ চক্রবর্তী এবারের আইপিএলে নিয়েছেন ১৮ উইকেট, হর্ষিত রানা ন♑িয়েছেন ১৬ উইকেট। সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল নিয়েছেন ১৫টি করে উইকেট। মিচেল স্টার্ক নিয়েছেন ১২ উইকেট, বৈভব অরোরা নিয়েছেন ৯ উইকেট। বোলারদের এই ছন্দে থাকা যে নাইটদের সাফল্যের রসায়ন, তা স্বীকার করে নেওয়া যায় এক বাক্যে।