জিম-আফ্রো টি-১০ লিগে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। সেই রেশ কাটার আগেই আরও এ𝄹কটি টি-১০ লিগ মাতাতে দেখা যাবে বেশ কিছু ভারতীয় তারকাকে। সপ্তাহান্তেই আমেরিকায় বসতে চলেছে ইউএস টি-১০ মাস্টার্সের আসর। যেখানে মাঠ মাতাতে দেখা যাবে🌠 গৌতম গম্ভীর, সুরেশ রায়নাদের। জেনে নেওয়া যাক নতুন টি-১০ টুর্নামেন্টের খুঁটিনাটি।
কবে শুরু ইউএস টি-১০ মাস্টার্স:-
১৮✅ অগস্ট শুরু হবে 🐭ইউএস টি-১০ মাস্টার্সের উদ্বোধনী মরশুম।
কবে খেলা হবে ফাইনাল ম্যাচ:-
২৭ অগস্ট খেলা হবে টুর্নামেন্টের ফাইনাল ম🔯্যাচটি। অর্থাৎ ১০ দিন ধরে চলবে টুর্নামেন্ট।
কতগুলি দল অংশ নেবে:-
ইউএস 🌟টি-১০ মাস্টার্সের উদ্বোধনী আসরে মোট ৬টি দল অংশ নেবে। দলগুলি হল আটলান্টা রাইডার্স, ক্যালিফোর্নিয়া নাইটস, মরিসভিল ইউনিটি, নিউ জার্সি ট্রাইটনস, টেক্সাস চার্জার্স ও নিউ ইয়র্ক ওয়ারিয়র্স।
কোন ফর্ম্যাটে খেলা হবে টুর্নামেন্ট:-
প্রতিটি দল লিগে একে অপরের বিরুদ্ধে ২টি করে ম্য়াচ খেলবে। লিগ টেবিলের প্রথম চারটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। প্রথম ২টি দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। যারা জিতবে, সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে। পরের ২টি দল এলিমিনেটরে মাঠে নামবে। এই ম্যাচে যারা জিতবে তারা প্♛রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। অর্থাৎ, আইপিএলের ধাঁচেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
কোন কোন ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন টুর্নামেন্টে:-
ইউএস টি-১০ মাস্টার্সের উদ্বোধনী মরশুমে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের অংশ নেওয়ার কথা। উল্লেখযোগ্য তারকারা হলেন গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, নমন ওঝা, স্টুয়ার্ট ব🦩িনি, আরপি সিং, রবিন উথাপ্পা, এস শ্রীসন্ত, সুরেশ রায়না, ইরফান পাঠান, মহম্মদ কাইফ, হরভজন সিং, পার্থিব প্যাটেল, রাহুল শর্মা, মুরলি বিজয়, প্রজ্ঞান ওঝা, প্রবীণ কুমার প্রমুখ।
কোন কোন বিদেশি মহাতারকাকে দেখা যাবে টুর্নামেন্টে:-
ইউএস টি-১০ মাস্টার্সে মাঠে নামবেন লিয়াম প্লাঙ্কেট, অ্যালবি💝 মর্কেল, মন্টি পানেসর, ডেভিড হাসি, লেন্ডল সিমন্স, জ্যাক কালিস, ক্রিস গেইল, কোরি অ্যান্ডারসন, শাহিদ আফ্রিদি, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, রস টেলর, ইসুরু উদানা, উমর গুল, থিসারা পেরেরা প্রমুখ।
খেলা হবে কোথায়:-
ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রি🔴জিওনাল পার্ক টার্ফ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলি।
কখন শুরু হবে ম্যাচগুলি:-
লিগ পর্বে প্রতিদিন ৩টি করে ম্যাচ খেলা হবে। প্লে-অফ রাউন্ডে খেলা হবে দিনে ২টি করে ম্যাচ। লিগের প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৮টা ৪৫ মিনিটে এবং শেষ ম্যাচ শুর🥂ু হবে রাত ১১টায়।
কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা:-
ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারি হবে টুর্নামেন্ট। ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-১ হিন্দি চ্যানেলে। এছাড়া স্পোর্টস-১৮ চ্যানেল ও জিওসিনেমা অ্যাপে সরাসরি সম্প্রচারিত হবে 𓆉ম্যাচগুলি।