টিম ইন্ডিয়ার অভিজ্ঞ বোলার রবিচন্দ্রন অশ্বিন তাঁর মারাত্মক বোলিং নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। এর বাইরে যখনই মানকাডিং আউটের নিয়মে কোনও ব্🅘🐓যাটসম্যানকে রান আউট করার বিষয়টি সামনে আসে, তখন অবশ্যই অশ্বিন সোশ্যাল মিডিয়াতে নিজের মত দিয়ে থাকেন। আসলে, মানকাডিং আউটের এই নিয়মের অধীনে, তিনি IPL 2019 এ ইংলিশ দলের সীমিত ওভারের অধিনায়ক জোস বাটলারকে আউট করেছিলেন। এরপর থেকেই যখনই মানকাডিং আউটের প্রসঙ্গ ওঠে তখনই শিরোনামে থাকেন অশ্বিন। এবার মানকাডিং আউটের একটি মজার ভিডিয়ো শেয়ার করে অশ্বিনের সঙ্গে মজা করলেন কেকেআর-এর তারকা ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার। এই ভিডিয়ো দেখে অশ্বিনও চুপ করে থাকলেন না, তিনি বেঙ্কটেশকে জবাব দিতে ছাড়লেন না। তবে এই ভিডিয়োত বেঙ্কটেশ মজা করে বোঝাতে চেয়েছেন মানকাডিং-এর সময়ে বোলারদের কীভাবে ব্যাটাররা বোকা বানাবেন।
অশ্বিন যখন আইপিএল ২০১৯-এ বাটলারকে এভাবে আউট করেছিলেন, ♏তখন ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরাও দুটি ভাগে বিভক্ত হয়েছিলেন। কেউ কেউ অশ্বিনের পক্ষে ছিলেন, আবার অনেকে তাঁর বিপক্ষে ছিলেন। অনেকেই এই আউটর সমালোচনা করেছিলেন। তবে এই ঘটনার চার বছর কেট♎ে গেলেও ঘটনাটি আজও কেউ ভুলে যাননি। এদিকে, বেঙ্কটেশ আইয়ার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন।
এই ভিডিয়োতে আইয়ারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কয়েকজন তরুণ খেলোয়াড়ের সঙ্গে ম্যাচ খেলতে দেখা গেছে। এই সময় তিনি মজা করেন এবং বোলার বল করার আগেই তিনি ক্রিজ ছেড়ে অন্য প্রান্তে চলে যান। কিন্তু বোলার তাঁকে যখন দেখেন। এর পরে, আইয়ার স্ট্রাইক এন্ডে থাকা সতীর্থ ব্যাটসম্যানের কাছে ছুটে যান এবং তার সঙ্গে কথা বলতে থাকেন এবং বোঝাতে থাকেন শটটি কোন দিকে মারা🌃 উচিত। তবে সবটাই ছিল অভিনয়। যা দেখে বোলার অবাক হয়ে যান এবং বেঙ্কটেশ আইয়ারকে রান আউট বা মানকাডিং আউট করেন না। এই মজার ভিডিয়োটি শেয়ার করে আইয়ার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি এ ব্যপারে কী ভাবছেন??’
এই একই রকমের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বারবার দেখা যাচ্ছে। আসলে এই ভিডিয়োর মাধ্যমে ব্যাটাররা মজা করে বোঝাতে চেয়েছেন কীভাবে মানকাডিং-এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। ব্যাটাররা কীভাবে বোলারকে বোকা বানাবে সেটাই মজা করে এই ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়েছে। বেঙ্কটেশ আইয়ার এই ভিডিয়োটি শেয়ার করে অশ্বিনের উদ্দেশ্যে লেখেন, ‘এই বিষয়ে আপনার কী মত অশ্বিন?’ এই ভিডিয়ো দেখে বেঙ্কটেশ আইয়ারকে জবাবে হাসির ইমোজি দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আইয়ারের এই ভিডিয়ো দেখে হাসি থামাতে পারেননি অশ্বিন আন্নাও। তিনি তিনটি হাসির ইমোজি দিয়ে ভিডিয়োটির প্রতিক্রিয়া জানিয়েছেন। অশ্বিন অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন, যেখানে তাঁর পারফরম্যান্স দুর্দান্ত ছিল। যাইহোক, এখন তাঁকে খুব কমই ভারত🐽ীয় দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে। কারণ তিনি খুব কমই সাদা বলের দলে সুযোগ পাচ্ছেন। তবে অশ্বিন সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে সক্রিয় রয়েছেন।