শুভব্রত মুখার্জি:- লর্ডসে চলতি দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে ইংল্যান্ড দল। প্রথম টেস্টে জিতে সিরিজে ইতিমধ্যেই তারা লিড নিয়ে ফেলেছে। দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে যা অবস্থা তাতে অঘটন নওা ঘটলে ফের এই টেস্ট জিততে চলেছে ইংল্যান্ড দল। তাদের এই টেস্টে এমন পরিস্থিতিতে থাকার পিছনে সবথেকে বড় অবদান রয়েছে তাদের ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক জো রুটের। তিনি চলতি টেস্টের দুটি ইনিংসেই শতরান করার কৃতিত্ব অর্জন করেছেন। যা তাঁর কেরিয়ারের প্রথমবার। ফলে এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪ টি শতরান। ফলে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ শতরানকারী মহাতারকা অ্যালিস্টার কুককে টপকে গিয়েছেন তিনি। আর সেই অভিনব মুহূর্ত ধারাভাষ্যকার বক্সে বসেই প্রত্যক্ষ করেছেন কুক স্বয়ং।
আরও পড়ুন…. DPL 2024: ৬ বলে ছয়টা ছ▨ক্কা! যুবরাজকে ছুঁলেন প্রিয়াংশ! ২০ ওভারে ৩০৮/৫ রান তুলল দক্ষিণ দিল্লি
ইংল্যান্ডে এই টেস্টের ব্রডকাস্টার বিবিসি স্পোর্টস। এই বিবিসি স্পোর্টসের হয়েই ধারাভাষ্যকার তথা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন অ্যালিস্টার কুক। ঘটনাচক্রে লর্ডস টেস্টের তৃতীয় দিন যখন জো রুট তাঁর টেস্ট কেরিয়ারের ৩৪ তম শতরানটি করে ভেঙে দেন কুকের নজির, সেই সময়ে ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে কাজ ꧃করছিলেন কুক। তাঁর সতীর্থ ধারাভাষ্যকার যখন ঘটনার বিবরণ দিতে ব্যস্ত তখন দেখা যায় কুক হাততালি দিয়ে রুটের কৃতিত্বকে স্বীকার করার পাশাপাশি যথাযথ সম্মানও প্রদর্শন করেꩵন। কুকের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল বিষয়টি(রুটের নজির গড়ার) তাঁর কাছেও যেন অবিশ্বাস্য।
আরও পড়ুন…. আমরা আড়াই দিনেই ম্যাচ জিততে চাই বলে 𒀰এমনটা হচ্ছে: পিচ নিয়ে হরভজন সিংয়ের বিশেষ পরামর💖্শ
তৃতীয় দিনের শুরুটা ইংল্যান্ড করেছিল অনেকটা এগিয়ে থেকেই। ২৫৬ 💟রানের লিড ছিল রুটদের কাছে। হাতে ছিল নয় উইকেট। দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করেছেন জো রুট। ঘটনাচক্রে লর্ডসের মাঠে এটি তাঁর কেরিয়ারের সপ্তম শতরান। এর ফলে এদিন গ্রাহাম গুচকেও টপকে গিয়েছেন তিনি। রুট এদিন ১১১ বলে তাঁর শতরান সম্পন্ন করেন। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হ্যারি ব্রুকের। তি🤡নি করেছেন ৩৭ রান। অর্থাৎ সমস্ত চাপ একাই সামালেছেন বলা যায় জো রুট। লাহিরু কুমারার বাউন্সারটিকে যখন পাঠালেন বাউন্ডারির বাইরে তখন রুট তো আনন্দে মাতলেন , তাঁর সঙ্গে আন্দোলনে যোগ দেন দর্শকরাও। দিনের শেষে যেটা গুরুত্বপূর্ণ তা হল জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৪৮৩ রান। দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৩/২ ।