বিরাট কোহলি না মহেন্দ্র সিং ধোনি? মহেন্দ্র সিং ধোনি নাক🃏ি সচিন তেন্ডুলকর? মাঠের বাইরে এমন জটিল প্রশ্নের মুখোমুখি হলেন বেঙ্কটেশ আইয়ার। মাঠে হয়তো এতটা কঠিন বলের মুখোমুখি হতে হয়নি তাঁকে। যাই হোক নিজের পছন্দের ক্রিকেটারকে বেছে নিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরা🍬উন্ডার বেঙ্কটেশ আইয়ার।
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার বর্তমানে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। বর্তমানে ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের তরফ থেকে বেঙ্কটেশ আইয়ারের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে তাঁর সঙ্গে একটি কুইজ খেཧলা হয়েছিল। This or That quiz এ, তাঁর সামনে দুটি নাম রাখা হয়েছে এবং তাঁকে তাদের মধ্যে একটি নামকে বেছে নিতে বলা হয়। বেঙ্কটেশ আইয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেন এবং ফিল সল্টও সেখানে তার দলের একজন অংশ। এই কুইজ থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে বেঙ্কটেশ আইয়ার ফিল সল্টকে খুব পছন্দ করেন।
আরও পড়ুন… Durand Cup 2༺024 Final: শুভাশিস বসুর চোট, চাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্যায় মোহনবাগান
এই কুইজে ফিল সল্ট এবং কুইন্টন ডি ককের নাম দিয়ে শুরু হয়েছিল। যার উত্তরে ফিౠল সল্টকে 🎀বেছে নিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার। এরপর ডেভিড ওয়ার্নার, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইলের সঙ্গে ফিল সল্টের তুলনা করা হলেও বেঙ্কটেশ আইয়ার বেছে নেন তাঁর সতীর্থকে।
যখন ফিল সল্ট ও এবি ডি ভিলিয়ার্সের মধ্যে তাঁর পছন্দের ক্রিকেটারকে বেছে নেওয়ার কথা বলা হয় তখন বেঙ্কটেশ আইয়ার এবিডিকে বেছে নেন। এরপর এবি ডি ভিলিয়ার্স বা জ্যাক ক্যালিসের পছন্দ আ﷽সে, তারপর ক্যালিসকে বেছে নেন বেঙ্কটেশ আইয়ার। এরপর জোস বাটলার ও ক্যালিসের মধ্যেও ক্যালিসকে বেছে নেন বেঙ্কটেশ। ব্রেন্ডন ম্যাককালামের নাম আবার ক্যালিসের সঙ্গে উঠে আসে এবꦏং এখানে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ ম্যাককালামকেই বেছে নেন বেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন… কিংবদন্তি কিউয়ি তারকাকে বোলিং কোচ করল নিউজিল্যান্ড! IND vs NZ 🌠Test꧋ সিরিজের আগেই দায়িত্ব নেবেন
বেঙ্কটেশ আইয়ার আবার স্টিভ স্মিথ এবং রিকি পন্টিংয়ের চেয়ে ম্যাককালামকে বেছে নেন, কিন্তু তারপরে এমএস ধোনির নাম উঠে আসে। বেঙ্কটেশ আইয়ার তখন এমএস ধোনিকে বেছে নেন। এরপরে ধোনির পাশে বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকরের মতো নামও আসে। বেঙ্কটেশ আইয়ারকে জিজ্ঞাসা করা হয় এদের ম🅘ধ্যে তাঁর পছন্দের কে? তবে শেষ পর্যন্ত ধোনির নামে অনড় থাকেন আইয়ার।
আরও পড়ুন… Fake video: শুভমন গিলকে নিয়ে ভুলভাল কথা বলছেন বিরাট কোহলি, প্রকাশ্যে👍 চলে এল AI-র কারসাজি
বেঙ্কটেশ আইয়ারের কথা বলতে গেলে, এখন পর্যন্ত তিনি টিম ইন্ডিয়ার হয়ে দুটি ওডিআই এবং ৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সি বেঙ্কটেশ আইয়ারকে 🌠একবার হার্দিক পান্ডিয়ার বদলি হিসাবে দেখা হয়েছিল। তবে ভারতীয় দলে তিনি সেভাবে নিজেকে এখনও প্রমাণ করতে পারেনি। বেঙ্কটেশ একজন ব্যাটিং অলরাউন্ডার।